× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

ভুলের কথা স্বীকার করলেন জাকারবার্গ

তথ্য প্রযুক্তি

মানবজমিন ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার

ফেসবুকের ১৪ তম জন্মদিন উপলক্ষে আত্মসমালোচনা করলেন অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি অবলীলায় নিজের ভুলগুলো স্বীকার করে নিলেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এই ফেসবুক। এখানে যোগ দিয়েছেন বিশ্বের ক্ষমতাধর বহু রাষ্ট্রপ্রধান, বুদ্ধিজীবী সহ সকল শ্রেণির মানুষ। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ২০০ কোটি। এমন এক প্লাটফরমে দাঁড়িয়ে মার্ক জাকারবার্গ বললেন, বছরের পর বছর ধরে আমি এমন সব ভুল করেছি যা আপনারা অনুমান করতে পারবেন। তিনি স্বীকার করেন, আমি প্রযুক্তিগত ও খারাপ চুক্তির মতো ডজন ডজন ভুল করেছি। ভুল মানুষের ওপর আমি আস্থা রেখেছি।
ভুল ভূমিকায় আমি মেধাবী মানুষকে বসিয়ে দিয়েছি। গুরুত্বপূর্ণ একটি ট্রেন্ড বা প্রবণতার বিষয় আমি মিস করেছি। আমি অন্যদের ধীরগতি সম্পন্ন করেছি। আমি একের পর এক প্রোডাক্ট সামনে এনেছি। কিন্তু তা ব্যর্থ হয়েছে। ফেসবুকের ১৪ তম জন্মদিন উপলক্ষে হার্ভার্ডে পড়া জাকারবার্গ নিজের সাইটে এক পোস্টে এসব কথা বলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর