× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পশ্চিমবঙ্গের হাওড়ায় বিষাক্ত গ্যাসে অসুস্থ ৭০

ভারত

কলকাতা প্রতিনিধি
(৬ বছর আগে) ফেব্রুয়ারি ৯, ২০১৮, শুক্রবার, ১:৩০ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গের হাওড়ায় বিষাক্ত গ্যাসে প্রায় ৭০ জন অসুস্থ হয়ে পড়েছেন। এদের সকলকে  আজ সোমবার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘুষুড়ির বজরঙ্গবলির লোহা মার্কেটে একটি কারখানার গ্যাস সিলিন্ডার থেকে ফ্লুরিন গ্যাস লিক করায় স্থানীয় মানুষ প্রবল শ্ব¦াসকষ্টে ভুগতে শুরু করেন। পুলিশ জানিয়েছে, বজরঙ্গবলি মার্কেট লোহার কারবারের জন্য বিখ্যাত। প্রচুর পরিমাণে লোহা তৈরির কারখানা রয়েছে এই এলাকায়।  এই কারখানাগুলিতে ফ্লুরিন গ্যাস ব্যবহার করা হয়। সেই ফ্লুরিন গ্যাস লিক করেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে কারখানার ভিতরে যখন গ্যাস লিক করে তখনই অবশ্য বিষয়টা এতটা ভয়াবহ জায়গায় যায়নি। গ্যাস লিক করছে দেখতে পাওয়ার পরই কারখানার কর্মীরা কোনওভাবে লিক হওয়া জায়গাটি বন্ধ করে দেন।
কিন্তু তাতেও খুব একটা কাজ হচ্ছে না দেখে তারা স্থির করেন সিলিন্ডারটিকে গঙ্গায় ফেলে দেবেন। কারখানা থেকে গঙ্গার দিকে নিয়ে যাওয়ায় সময়ই সাময়িকভাবে সিল করা জায়গাটি খুলে যায় এবং গলগল করে হলুদ রঙের গ্যাস বেরোতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই চোখ-নাক জ্বলতে শুরু করে এবং বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। পরে অবশ্য লিক হওয়া সিলিন্ডারটি গঙ্গার পানিতে ফেলে দেওয়া হয়।

[এফএম]
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর