× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

জেরুজালেম ইস্যুতে রাশিয়ার সমর্থন চায় ফিলিস্তিন

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৬ বছর আগে) ফেব্রুয়ারি ১৩, ২০১৮, মঙ্গলবার, ৯:৩৪ পূর্বাহ্ন

জেরুজালেম ইস্যুতে রাশিয়ার সমর্থন চেয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার তিনি ট্রাম্পের জেরুজালেম ঘোষণা নিয়ে সৃষ্ট সংকটে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানান। এর আগে রাষ্ট্রীয় সফরে মস্কো পৌঁছান আব্বাস। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। খবরে বলা হয়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর রাশিয়া সফরের মাত্র দুই সপ্তাহ পরে মস্কো সফর করলেন মাহমুদ আব্বাস। আগামী ২০শে ফেব্রুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দেয়ার কথা রয়েছে তার। মস্কোয় পৌঁছে ওয়াশিংটনের সঙ্গে কোনো  ধরনের যোগাযোগের কথা অস্বীকার করেন আব্বাস। তার দাবি, ওয়াশিংটন জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার পর থেকে  ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার কোনো যোগাযোগ হয় নি।
এর আগে ২৯শে জানুয়ারি রাশিয়া সফর করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এ সময় নেতানিয়াহু অভিযোগ করেন, ইরান ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলকে ধ্বংস করতে চায়। প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট বলেন, ইসরাইল ও রাশিয়া ঘনিষ্ঠভাবে পরস্পরকে সহযোগিতা করেছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত ৬ই ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দেন ট্রাম্প।
কিন্তু ফিলিস্তিন মনে করে, এই ঘোষণা দিয়ে ট্রাম্প পূর্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। পাশাপাশি ট্রাম্পের ঘোষণা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও মনে করেন তারা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর