× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বাসন্তী রঙে রঙিন বসন্ত

অনলাইন

অনলাইন ডেস্ক
(৬ বছর আগে) ফেব্রুয়ারি ১৩, ২০১৮, মঙ্গলবার, ৬:৫৩ পূর্বাহ্ন
ছবি - নাসির উদ্দিন

বসন্ত বরণে সাজসাজ রব শহর জুড়ে। বাঙ্গালিয়ানার এই দিনে শাড়িতে মুখর ললনারা। খোপায় ফুল, মাথায় ফুলের মুকুট, বেলি ফুলের মালা, কাঁচের চুড়ি, কপালে রক্তিম লাল টিপে অপরূপ প্রকৃতিকে আপন করেছে তারা। পাঞ্জাবিতে রঙ্গিন ছেলেরা। ষড় ঋতুর দেশে কোমলতার প্রতীক ঋতু বসন্ত। ফাল্গুন মাসকে বরণ করতে নানান সাজে বর্ণিল রাজধানী ঢাকা। ঋতুরাজ বসন্তে নতুন পাতায় সেজেছে গাছ। অপরূপ শোভায় মহিত করেছে নতুন ফুল, সঙ্গে ষোলকলাপূর্ণ পাখির গানে।
সাজসাজ রবে রঙ্গিন, চলছে নাচ গান সহ নানান উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, রবীন্দ্রসরোবর ইত্যাদিতে স্থানে চলছে বসন্ত বরণ অনুষ্ঠান। বিনোদন কেন্দ্রগুলো আড্ডায়, হাসি, গানে মুখর করে রেখেছে সংস্কৃতিমনারা। রাস্তার ধারে ধারে বসেছে অস্থায়ী ফুলের দোকান। আবার ললনাদের ভিড় করতে দেখা যায় কাঁেচর চুড়ির দোকানে। সবচেয়ে বেশি আকর্ষণ করছে বাহারি পিঠা পুলির দোকান। আজ প্রেমের দিন, আজ ভালোবাসার দিন, আজকের দিনটা একান্ত আপন বন্ধুতের। আধুনিক যুগের তারুণ্য দিনটিকে স্মৃতির মনিকোঠায় ধরে রাখতে মত্ত সেলফিবাজিতে। আবার অনেকে এসেছে পরিবার নিয়ে একান্ত কিছু সময় কাটাতে। ছোট শিশুটির হাত ধরে বাবা ধারণা দিচ্ছেন তার আদরের সন্তানকে বাঙ্গালিয়ানার। রঙে রঙিন দিনটিতে দেখা যায় অনেকে ফানুস উড়িয়ে জানাচ্ছেন শুভেচ্ছা বার্তা। কর্মব্যস্ত দিন হওয়ায় যতই বিকাল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে ততই আনাগোনা বাড়ছে লেক পাড়ে কিংবা একটু খোলা স্থানের খোঁজে। বেঁচে থাক বাঙ্গালীয়ানা, বেঁচে থাক তারুণ্যের জোয়ার।
[পিয়াস সরকার]
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর