× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

রিয়াল-পিএসজির দ্বৈরথ আজ

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার

এর আগে চ্যাম্পিয়নস লীগের নকআউট পর্বে এই দুই দল মুখোমুখি হয়েছিল কি না তা জানা নেই। তবে আজ চলতি আসরের শেষ ষোলোতেই মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেই। এর আগে গ্রুপ পর্বে ৬ ম্যাচে চার জয়, এক হার ও এক ড্রয়ে গ্রুপ রানার্সআপ হয় রিয়াল। অন্যদিকে সমান ম্যাচে পাঁচ জয় ও এক হারে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট কাটে পিএসজি। এ পর্যন্ত ইউরোপিয়ান আসরে মোট ছয়বার মুখোমুখি হয়ে পিএসজি তিন এবং দুই ম্যাচে জয় পায় রিয়াল। অন্য ম্যাচটি ড্র হয়। সর্বশেষ ২০১৫-১৬ আসরে গ্রুপ পর্বে দেখা হয়েছিল দু’দলের। প্রথম লেগে পিএসজির মাঠে গোল শূন্য ড্র এবং ফিরতি লেগে ১-০ গোলের জয় পায় আসরের সর্বাধিক ১২ বারের শিরোপা জয়ী রিয়াল।
ইতিমধ্যে রিয়াল মাদ্রিদ ও পিএসজির হাইভোল্টেজ ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছে ফুটবল দুনিয়ায়। কারণ একটাই, এ দু’দলে রয়েছেন বর্তমান বিশ্বের দুই তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার। আজ রাত পৌনে দুইটায় চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে দু’দল। হ্যাটট্রিক চ্যাম্পিয়নস মিশনে শেষ ষোলোর প্রথম লেগে কঠিন পরীক্ষা দিতে হবে রোনালদোর রিয়ালকে। অন্যদিকে অধরা ইউরোপ শেষ্ঠত্বের শিরোপা উঁচিয়ে ধরার পথে এ ম্যাচ নিয়ে অনেকটাই নির্ভার নেইমার-কাভানির পিএসজি। উত্তেজনাপূর্ণ এ ম্যাচটি দেখতে মুখিয়ে আছেন কোটি ফুটবলপ্রেমী। উত্থান-পতনের মধ্যদিয়ে যাচ্ছে রিয়ালের বড় তারকা রোনালদোর চলতি মৌসুম। চ্যাম্পিয়নস লীগে গ্রুপ পর্বের ছয় ম্যাচে ৯ গোল নিয়ে রয়েছেন গোলদাতার শীর্ষে। আর লা লিগায় তার উল্টো চিত্র। লীগে ২২ ম্যাচে মাত্র ১১ গোল করেন তিনি। ঘরের মাটিতে চলতি কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনাল থেকে এবং লা লিগার শিরোপার রেসেও অনেকটাই ছিঁটকে গেছে জিনেদিন জিদানের দল। গত ৫ই ফেব্রুয়ারি ৩৩-এ পা রাখা রোনালদো সাম্প্রতিক সময়ে রয়েছেন ভালো ফর্মে। সর্বশেষ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিকসহ চার গোল করেন এ পর্তুগিজ সুপারস্টার। লীগে শেষ চার ম্যাচে ৭ গোল করেন তিনি। রোনালদোর ফর্ম নিয়ে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে পিএসজির স্ট্রাইকার এডিনসন কাভানি বলেন, প্রত্যেক ফরোয়ার্ডেরই ভালো-খারাপ সময় যায়। আমার বিশ্বাস ফর্ম নিয়ে একবারেই উদ্বিগ্ন নয় রোনালদো। সে জানে এমনটা হয়, আমাদের প্রত্যেক ফরোয়ার্ডের ক্যারিয়ারেই খারাপ সময় আসে। এমন একটি ম্যাচ আত্মবিশ্বাসী রোনালদোকে নিজের চেনা ছন্দে ফেরার অন্যতম মাধ্যম হতে পারে বলে মনে করেন এ উরুগুইয়ান তারকা। আগামী ৬ই মার্চ একই সময়ে শেষ ষোলোর দ্বিতীয় লেগে নিজেদের মাঠে রিয়ালকে আতিথ্য দেবে পিএসজি।
ইউরোপিয়ান আসরে দু দল
রিয়াল পিএসজি
জয় ড্র জয়
২ ১ ৩
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর