× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মেঘালয়ের ডাউকি সীমান্তে হবে ‘রিট্রিট সিরিমনি’

ভারত

কলকাতা প্রতিনিধি
(৬ বছর আগে) ফেব্রুয়ারি ১৫, ২০১৮, বৃহস্পতিবার, ১১:৪৯ পূর্বাহ্ন

ভারতের মেঘালয় রাজ্যের ডাউকিতে তৈরি করা হয়েছে বন্ধুত্বের তোরণ। মঙ্গলবার এই তোরণের উদ্বোধন করে মেঘালয়ের গভর্ণর গঙ্গা প্রসাদ বলেছেন, ভারত বাংলাদেশ সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর রিট্রিট সিরিমনির জন্যই এই তোরণ তৈরি করা হয়েছে। বিএসএফ সুত্রে জানা গেছে, বাংলাদেশ সীমান্তে পেট্রাপোল ও আখাউড়ার পর ডাউকিতে এই রিট্রিট সিরিমনি চালু হবে। আর এই সিরিমনিতে দু’পাড়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী অংশ নেবেন। ডাউকির সুসংহত চেকপোস্টের কাছেই এই বন্ধুত্বের তোরণ তেরি করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে বিজিবির অতিরিক্ত নির্দেশক জাহিদ হাসান উপস্থিত ছিলেন। সীমান্তের দু’পাড়ের জওয়ানদের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়। বিএসএফের মেঘালয় ফ্রন্টিয়ারের আইজিপি কে দুবে জানিয়েছেন, ভারতের নানা প্রান্তের মানুষ এখানে রিট্রিট সিরিমনি দেখতে আসবেন বলে তারা আশা করছেন।
এলাকাটিকে পর্যটনবান্ধব করে তুলতে গভর্ণর সবরকমের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। বিএসএফের পক্ষ থেকে গভর্ণরকে সীমান্ত নিরাপত্তার বর্তমান অবস্থা নিয়ে ব্রিফ করেছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর