× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

চট্টগ্রামে ‘কিশোর গ্যাংয়ের’ আরো ৩ জন গ্রেপ্তার

অনলাইন

চট্টগ্রাম প্রতিনিধি
(৬ বছর আগে) ফেব্রুয়ারি ১৮, ২০১৮, রবিবার, ৫:৪৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম মহানগরীর ষোলশহর দুই নম্বর গেইটে রেলস্টেশন সড়কের মুখে তল্লাশী চৌকিতে পুলিশকে গুলি বর্ষণকারী সেই ‘কিশোর গ্যাংয়ের’ মুলহোতা খোকনসহ আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   
খোকন (২৪) ও তার সহযোগী আয়মান জিহাদ (২২) কে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে। অপর সহযোগী মাহি (১৮) কে নগরীর রহমাননগর থেকে আজ রোববার ভোরে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম।
তিনি জানান, গ্রেপ্তার আয়মান এ লেভেলের ছাত্র। মাহিও এসএসসি পাস। এর আগে শনিবার সকালে নগরীর মুরাদপুর থেকে রাকিব ও প্রত্যয় নামে দু‘জনকে আটক করা হয়। শুক্রবার বিকেলে ঘটনার সময় হাকিম নামে একজনকে পুলিশ ধরে ফেলে। এ নিয়ে পুলিশ ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়।
এসআই নুরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে খোকনই পুলিশকে গুলি করে।
তারা ওই সময় নগরীর কোন এলাকায় ছিনতাইয়ের কাজে যাচ্ছিল। কিন্তু নগরীর ষোলশহর গেইটের রেলস্টেশন সড়কের মুখে পুলিশের তল্লাশি চৌকিতে অস্ত্রসহ ধরা পড়ার ভয়ে পুলিশকে করে গুলি করে। এতে নগরীর পাঁচলাইশ থানার এসআই আবদুল মালেক (৪৮) হাটুতে গুলিবিদ্ধ হয়ে আহত হন।
পুলিশ এ সময় পাল্টা গুলি করলেও মোটারসাইকেল আরোহীদের গায়ে লাগেনি। ফলে পালিয়ে যাওয়ার সময় পেছন থেকে আবদুল হাকিম অভি (১৯) নামে এক আরোহীকে জাপটে ধরে ফেলে তল্লাশি চৌকির এসআই নুরুল ইসলাম। তিনিই ওইদিন ১০-১২ জনকে আসামি করে পাঁচলাইশ থানায় অস্ত্রআইনে একটি মামলা দায়ের করেন।
নুরুল ইসলাম জানান, দুটি মোটরসাইকেলে চার কিশোর আরোহী থাকলেও আরও ১০-১৫ জন কিশোর তখন ঘটনাস্থলে ছিল। যারা হাকিমকে ছাড়াতে ঝাপটাঝাপটিও করেছিল। তখন তারা এই কিশোর গ্যাংয়ের সদস্য কি না তা তাৎক্ষনিকভাবে মাথায় আসেনি। পরে চিন্তায় আসল এরাও একই দলের হতে পারে।
তবে জিজ্ঞাসাবাদে হাকিম পাঁচ জন জড়িত থাকার কথা বললেও অন্য কারও জড়িত থাকার কথা স্বীকার করেনি। তার দেয়া তথ্যমতে, পুলিশ শনিবার সকালে অভিযান চালিয়ে রাকিব ও প্রত্যয়কে নগরীর মুরাদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্যমতে আজ ভোরে খোকনসহ এই গ্যাংয়ের আরও ৩ জনকে গ্রেপ্তার করে। তবে পুলিশকে গুলি করা পিস্তলটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান এসআই নুরুল ইসলাম।       
চট্টগ্রাম মহানগর পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, আটক প্রত্যয় কাজেম আলী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। তার বাসা নগরীর সুগন্ধা আবাসিক এলাকায়। রাকিব নাসিরাবাদ বয়েজ হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। তার বাসা নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে।
তিনি বলেন, গুলিবর্ষণকারী খোকনসহ গ্রেপ্তার ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই গ্যাংয়ে আরও অনেক সদস্য রয়েছে। যাদের গ্রেপ্তার ও পুলিশকে গুলি করা পিস্তল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।  
[এমকে]
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর