× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কৃত্রিম চাঁদের আলোয় উদ্ভাসিত কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল

ভারত

কলকাতা প্রতিনিধি
(৬ বছর আগে) ফেব্রুয়ারি ১৮, ২০১৮, রবিবার, ৬:২৭ পূর্বাহ্ন

শ্বেতশুভ্র ভিক্টোরিয়া স্মৃতিসৌধ মাত্র দুদিনের জন্য কৃত্রিম চাঁদের আলোয় উদ্ভাসিত হতে দেখা গেছে। গতকাল শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে স্থাপন করা হয় বিশাল আকৃতির কৃত্রিম চাঁদ। ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে এই কৃত্রিম চাঁদটি স্থাপনের দিনে শনিবার সন্ধ্যায় একটি কনসার্টেরও আয়োজন করা হয়েছিল। এই কনসার্টে অংশ নেন ব্রিটিশ কম্পোজার ড্যান জোন্স। রোববারও এই কৃত্রিম চাঁদের আলোয় শ্বেত পাথরের ভিক্টোরিয়া স্মৃতিসৌধকে দেখা গেছে মোহময়ী রূপে। এই কৃত্রিম চাঁদটির নকশা করেছেন ব্রিটিশ শিল্পী লিউক জেরম। জেরমের তৈরি এই চাঁদের রেপ্লিকাটিকে বলা হয়েছে ‘মিউজিয়াম অব দ্য মুন’। নাসার ছবি ব্যবহার করে তৈরি ২৩ ফুট ব্যাসের এই চাঁদটি আনা হয় লন্ডনের একটি জাদুঘর থেকে।
ভারতের বেশ কয়েকটি শহরে ঘুরেছে এই কৃত্রিম চাঁদ। এবার এটি পাড়ি দেবে নয়াদিল্লিতে। উল্লেখ্য, রানি ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে ১৯২১ সালে কলকাতা ময়দানের এক ধারে ৬৪ একর জমির ওপর গড়ে তোলা  হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই স্মৃেিসৗধের উচ্চতা ২০০ ফুট। প্রধান গম্বুজের ওপর রয়েছে ব্রোঞ্জের তৈরি একটি পরী মূর্তি। মূর্তিটির ওজন তিন টন। প্রবল হাওয়ায় এটি ঘুরতে থাকে। বর্তমানে ভিক্টোরিয়া স্মৃতিসৌধটি একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে।

[পিসি]
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর