× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

ফোরজি স্মার্টফোন বাজারে আনলো গ্রামীণফোন

তথ্য প্রযুক্তি

স্টাফ রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার

গ্রামীণফোন বহুল প্রতীক্ষিত ফোরজি সেবা চালু করার আগে বাংলাদেশের বাজারে দুটি ফোরজি হ্যান্ডসেট এনেছে। এই কো-ব্র্যান্ডেড হ্যান্ডসেটগুলো গতকাল রাজধানীর একটি হোটেলে উদ্বোধন করা হয়। উই টি১ এবং মাইক্রোম্যাক্স ক্যানভাস ১ নামের কো-ব্র্যান্ডেড হ্যান্ডসেটগুলো আনুষ্ঠানিকভাবে চালু করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিটিআরসি’র মহাপরিচালক স্পেকট্রাম ম্যানেজমেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ। গ্রামীণফোনের সিই্‌ও মাইকেল ফোলি, ডেপুটি সিই্‌ও ইয়াসির আজমান, মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্স লি.-এর সহ-প্রতিষ্ঠাতা ভিকাস জৈন এবং আমরা হোল্ডিংস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ  এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, আমাদের ফোরজি সেবা লাইসেন্স হাতে পাবার পরই চালু হবে এবং সেই সঙ্গে আমাদের অনেক গ্রাহকদেরও নতুন পথে চলা শুরু হবে। গ্রামীণফোন তার গ্রাহকদের সেরা প্রযুক্তি ও পণ্য নিয়ে সেরা সেবা দিতে সবসময় সচেষ্ট। আমাদের লক্ষ্য হচ্ছে গ্রাহকদের সুলভ হ্যান্ডসেটের মাধ্যমে সেরা ফোরজি সেবা দেয়া। ফোরজি অনেক ডাটা ব্যবহারকারীর জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আমাদের নেটওয়ার্কে সেরা অভিজ্ঞতা পেতে গ্রাহকদের হাতে সঠিক হ্যান্ডসেট থাকতে হবে।
নাসিম পারভেজ ডিভাইসগুলো বাজারে আনার জন্য গ্রামীণফোন, মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্স ও আমরা হোল্ডিংসকে অভিনন্দন জানান এবং ডিভাইস দুটি সাধারণ মানুষের জন্য ফোরজি হ্যান্ডসেটকে আরো সুলভ করবে বলে আশা প্রকাশ করেন। গ্রামীণফোনের ডেপুটি সিই্‌ও এবং সিএম্‌ও ইয়াসির আজমান গ্রামীণফোনের প্রথম কো-ব্র্যান্ডেড ফোরজি হ্যান্ডসেট নিয়ে তার গর্বের কথা বলেন এবং গ্রাহকদের অন্যধরনের অভিজ্ঞতা দিতে হ্যান্ডসেট প্রস্তুতকারকদের সঙ্গে কাজ করে যাবার কথা পুনর্ব্যক্ত করেন। গত ২ বছরে ৭টি থ্রি-জি হ্যান্ডসেট চালু করেছি যা থ্রি-জি ডাটা সার্ভিসকে সহজলভ্য করেছে। আজ আমরা কো-ব্র্যান্ডেড ফোরজি হ্যান্ডসেট নিয়ে একই উদ্যোগ নিয়েছি। গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, ফোরজি সূচনার সঙ্গে সঙ্গে ফোনগুলোতে পাওয়া যাবে ফুল এইচডি ভিডিও স্ট্রিমিং, নিখুঁত ভিডিওকলিং, সুপার ফাস্ট ডাউনলোডিং, মিউজিক স্ট্রিমিং এবং বিনামূল্যে বাফারমুক্ত লাইভ টিভি। আগামী কয়েকদিনের মধ্যেই ফোরজি এবং ফোরজি উপযোগী হ্যান্ডসেট সত্যিকার অর্থেই স্মার্টফোনের শক্তিকে উন্মুক্ত করবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর