× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

মা-মেয়েকে উলঙ্গ করে রাস্তায় ঘুরালো এলাকাবাসী

ভারত

অনলাইন ডেস্ক
(৬ বছর আগে) ফেব্রুয়ারি ২০, ২০১৮, মঙ্গলবার, ১২:২৬ অপরাহ্ন

জাদুবিদ্যা চর্চার অভিযোগে দুই নারীকে শারিরীকভাবে লাঞ্ছিত করার অভিযোগে ১১জনকে আটক করেছে পুলিশ। ভারতের উত্তর ঝারখণ্ড রাজ্যে মা ও মেয়ের বিরুদ্ধে জাদুবিদ্যার অভিযোগ এনে এলাকাবাসী এ ঘটনা ঘটায় বলে জানিয়েছে বিবিসি।
৬৫ বছর বয়সী নারী এবং তার ৩৫ বছর বয়সী মেয়েকে মাথা টাক করে, উলঙ্গ করে রাস্তায় ঘুরিয়ে, তাদেরকে জোরপূর্বক মূত্র খাওয়ানো হয়। মেয়েটি বিবিসিকে জানান, গ্রামে অসুস্থতা ছড়ানোর দায়ে তাদের অভিযুক্ত করা হয়।
মেয়েটির মা বিবিসিকে দেয়া সাক্ষাতকারে জানান, বৃহ¯পতিবার আমি আর আমার মেয়ে ঘরেই ছিলাম। হঠাৎ আমাদের আত্মীয়রা এসে সহিংসভাবে দরজায় আঘাত করতে থাকে। তারা আমাদেরকে জাদুবিদ্যা চর্চার অভিযোগ করছিল।
প্রতিবাদ করার বদলে আত্মীয়রা তাদেরকে জোরপূর্বক সমাধিস্থলে নিয়ে যায় এবং সেখানে তাদের মুখে মূত্র ত্যাগ করে জোর করে তাদেরকে গলধঃকরণ করান। এরপর তাদের মাথা টাক করে উলঙ্গ করে ভীড়ের মধ্যে তাদেরকে গ্রামে ঘোরানো হয়।

গত সপ্তাহে তাদের পরিবারের সদস্যের মৃত্যুর পরে তারা এক স্থানীয় হাতুড়ে ডাক্তারের কাছে যান এবং সেই ডাক্তার পরিবারের সদস্যের মৃত্যুর জন্য তাদেরকে দায়ী করেন। আর এই ঘটনার পর দিনই তাদেরকে এই শাস্তি দেয়া হয় বলে মেয়েটি জানান।
আমরা আতঙ্কিত থাকা সত্ত্বেও কেউ আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসেনি বলে জানিয়েছেন মেয়েটির মা।  
নারীদের জাদুবিদ্যার অভিযোগে অভিযুক্ত করা ভারতে খুবই প্রচলিত ঘটনা। বিশেষজ্ঞরা মনে করেন, কুসংস্কারে বিশ্বাস করার কারণে এই ধরনের ঘটনা ঘটে। তবে কিছু কিছু ক্ষেত্রে বিধাব নারীদের জায়গা-জমি এবং সম্পত্তি দখলের উদ্দেশ্যেও এ ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছেন, এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সচেতনামূলক প্রচারণা চালাচ্ছি। অভিযুক্তদের আটক করা ছাড়াও দুই নারীকে বাড়তি নিরাপত্তা দেয়া হয়েছে।
[পিসি/এমকে]
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর