× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

লরির যন্ত্রাংশ চুরি-পাচার, মালয়েশিয়ায় বাংলাদেশী সহ আটক ৫

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৬ বছর আগে) ফেব্রুয়ারি ২১, ২০১৮, বুধবার, ৩:৩০ পূর্বাহ্ন

লরির বিভিন্ন অংশ চুরি করে অবৈধ উপায়ে রপ্তানি করার দায়ে এক বাংলাদেশী সহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। এ চক্রে একজন মিশরীয় নাগরিকও জড়িত। এ খবর দিয়েছে দ্য নিউ স্ট্রেইট টাইমস। মালয়েশিয়ার পুলিশ এক্ষেত্রে সিঙ্গাপুর পুলিশ ও ইন্টারপোলের সহায়তা নিয়েছে। এভাবে ২০ লাখ রিঙ্গিত মূল্যের একটি কন্টেইনার উদ্ধার করেছে। তাতে লরির বিভিন্ন যন্ত্রাংশ ছিল। সেলাঙ্গর পুলিশ প্রধান মাজলান মানসুর বলেছেন, ক্লাং দক্ষিণ জেলা সড়র থেকে তারা গত ২৩ শে জানুয়ারি এক বাংলাদেশী ও অন্য এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় তারা লরির চুরি করা যন্ত্রাংশ পাচার করার জন্য প্রক্রিয়া করছিল।
বুধবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে পুলিশ। সেখানে মাজলান বলেছেন, ওই গ্রেপ্তারের পর আমরা লরি চালক ও একজন মিশরীয় নাগরিককে তুলে আনি। ধারণা করা হচ্ছে, মিশরীয় ওই নাগরিক চুরি করা যন্ত্রাংশ বিক্রির ব্যবস্থা করতো। ১৩ই ফেব্রুয়ারি পুলিশ আরো একজনকে সন্দেহজনকভাবে আটক করে। মাজলান বলেন, অধিকতর তদন্তে ওই কন্টেইনারটি সনাক্ত করা হয়। এর ভিতর পাওয়া যায় যন্ত্রাংশ। সিঙ্গাপুর পুলিশ ও ইন্টারপোলের সহায়তায় ওই কন্টেইনারটি জব্দ করা হয়। তা ২রা ফেব্রুয়ারি মালয়েশিয়ায় ফেরত পাঠানো হয়। জব্দ করা যন্ত্রাংশের মধ্যে রয়েছে ১৩টি ইসুজু লরির ইঞ্জিন। তবে এগুলোর সিরিয়াল নাম্বার উঠিয়ে ফেলা হয়েছে। এ ছাড়া রয়েছে আরো অনেক রকম যন্ত্রাংশ। ওই পুলিশ কর্মকর্তা বলেছেন, এ কাজে জড়িত চক্রটি বোতাক সিভা নামে পরিচিত। তারা ২০১৫ সাল থেকে সক্রিয় রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর