× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

ছোট পর্দায় আজ

বিনোদন


২২ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার

এটিএন বাংলায় ‘ভালবাসার রং’
এটিএন বাংলায় আজ রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ভালবাসার রং’। অরিন্দম গুহর রচনায় নাটকটি পরিচালনা করেছেন আশিষ রায়। এতে অভিনয় করেছেন মাহমুদ সাজ্জাদ, ডলি ইসলাম, বাবুল আহমেদ, চান্দা মাহজাবিন, শিরিন আলম, নাবিলা, সানজিদা, ইলিয়াস কাঞ্চন প্রমুখ।
এনটিভিতে ‘গল্পগুলো আমাদের’
এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘গল্পগুলো আমাদের’। অবয়ব সিদ্দিকী মিডির চিত্রনাট্য রচনায় নাটকটির কাহিনী ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান, অপূর্ব, তাসনুভা তিশা, ইন্তেখাব দিনার, নাদিয়া, আনন্দ খালিদ, তৌসিফ, জোভান, এ্যালেন শুভ্র, শবনম ফারিয়া, নাদিয়া নদী, সাফা কবির, নাদিয়া মীম, তৃষা, সায়রা, রিমি করিম, খালেকুজ্জামান, মিলি বাশার, তামিম মৃধা, সৌমিক, আবির মির্জা প্রমুখ।
আরটিভিতে ‘ঝামেলা আনলিমিটেড’
আজ আরটিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ঝামেলা আনলিমিডেট’। আহসান আলমগীরের রচনা ও শামীম জামানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মামুনূর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, শামীম জামান, ফারুক আহম্মেদ, মোশাররফ করিম, আ.খ.ম. হাসান, তারেক স্বপন, নয়ন, প্রভা, সোনিয়া হোসেন, ইফ্‌ফাত ত্রিশা, শৈলী, সেলিনা আফ্রি, আমানুল হক হেলাল, কল্যাণ কোরাইয়া প্রমুখ। রফিকুল ইসলামের প্রযোজনায় নাটকটি প্রচার হবে রাত ৯টা ৫০ মিনিটে।

বাংলাভিশনে ‘ল্যাম্পপোস্ট’
আজ থেকে বাংলাভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘ল্যাম্পপোস্ট’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হয় প্রতি বৃহস্পতি, শুক্র ওশনিবার রাত ৯টা ৪৫ মিনিটে। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, রহমত আলী, মোশাররফ করিম, তারিন, বাঁধন, সাবিলা নূর, মারজুক রাসেল, সাবেরী আলম, রেবেনা রেজা জুঁই, কচি খন্দকার, রিফাত চৌধুরী, তারিক স্বপন, এ কে আজাদ প্রমুখ।
মাছরাঙা টেলিভিশন ‘তোমায় গান শোনাবো’
আজ রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’-তে গান পরিবেশন করবেন বিশ্বজিৎ রায়। বৈঠকি ঘরানার এ অনুষ্ঠানে নিজের পছন্দ ও দর্শকদের অনুরোধে বেশ কিছু গান পরিবেশন করবেন শিল্পী। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কৌশিক শংকর দাশ। প্রযোজনা করবেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।
দীপ্ত টিভিতে ‘সুলতান সুলেমান: কোসেম’
দীপ্ত টিভিতে প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত ৭টা ৩০ মিনিট এবং রাত ১০টায় প্রচার হচ্ছে সুলতান সুলেমানের পরবর্তী ধারাবাহিক ‘সুলতান সুলেমানঃ কোসেম’। সুলতান সুলেমানের দৌহিত্র সুলতান ৩য় মুরাদের যোগ্য উত্তরসূরি, তার দৌহিত্র সুলতান আহমেদ ও তার সন্তানদের রাজত্বকালকে কেন্দ্র করে নির্মাণ হয়েছে তুরস্কের এই জনপ্রিয় মেগাসিরিয়াল। হুররাম সুলতানের পর অটোম্যান সাম্রাজ্যের অন্যতম মহিয়সী নারী হয়ে উঠে সুলতান আহমেদের সহধর্মিণী কোসেম সুলতান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর