× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটে ১২ দিনব্যাপী নাট্য প্রদর্শনী

বিনোদন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২২ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার

‘বিদ্রোহ করো ভাষার দিব্যি দিয়ে’ এই স্লোগানে সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট প্রতিষ্ঠার ৩৫তম বর্ষে প্রতি বছরের মতো আয়োজন করেছে মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনী-২০১৮। আজ ১২ দিনব্যাপী এ নাট্যোৎসব শুরু হতে যাচ্ছে। কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্চে বিকাল ৫টায় নাট্য প্রদর্শনীর উদ্বোধন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও সংগীত পরিচালক, এবারের একুশে পদকপ্রাপ্ত গুণী ব্যক্তিত্ব সুজেয় শ্যাম। উদ্বোধনী দিন নাট্য পরিষদ গুণীজন সম্মাননা প্রদান করা হবে নাট্যাঙ্গনের বিশেষ অবদানের জন্য (মরণোত্তর) মোমিন উদ্দিন ভূঁইয়া (সুরুজ), সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব থোকচোম অনিল কিষণ সিংহকে। সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় নাট্য প্রদর্শনী আগামী ৫ই মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন সন্ধ্যা ৭টায় কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে সিলেটের নাট্যামোদি দর্শকরা হল কাউন্টার থেকে প্রবেশপত্র সংগ্রহ করে নাটক দেখতে পারবেন। আজ উদ্বোধনী দিন নবশিখা নাট্যদল প্রযোজনা ‘কবর’, আগামীকাল কথাকলি সিলেট প্রযোজনা ‘দুর্ব্বিনশাহ’, ২৪শে ফেব্রুয়ারি নাট্যমঞ্চ সিলেট প্রযোজনায় ‘বধ্যভূমিতে শেষদৃশ্য’, ২৫শে ফেব্রুয়ারি নান্দিক নাট্যদল সিলেট প্রযোজনা ‘হাছন রাজা’, ২৬শে ফেব্রুয়ারি নাট্যালোক সিলেট (সুরমা) প্রযোজনা ‘মুল্লুক’, ২৭শে ফেব্রুয়ারি থিয়েটার বাংলা সিলেট প্রযোজনা ‘এই রোদ এই বৃষ্টি’, ২৮শে ফেব্রুয়ারি থিয়েটার মুরারিচাঁদ প্রযোজনা ‘রঙমহাল’, ১লা মার্চ নাট্যনিকেতন সিলেট প্রযোজনা ‘ভূমিকন্যা’, ২রা মার্চ নাট্যালোক সিলেট (আম্বরখানা) প্রযোজনা ‘এখন দুঃসময়’, ৩রা মার্চ লিটল থিয়েটার সিলেট প্রযোজনা ‘ভাইবে রাধারমণ’, ৪ঠা মার্চ দিগন্ত থিয়েটার সিলেট প্রযোজনা ‘পেজগী’ এবং উৎসবের শেষ দিন ৫ই মার্চ মঞ্চস্থ হবে দর্পণ থিয়েটার সিলেট প্রযোজনা ‘হট্টমালার ওপারে’। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে সিলেটের নাট্যামোদি দর্শক, নাট্য পরিষদের শুভানুধ্যায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সকলের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর