× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ঢাকা-সিলেট-এশিয়ান হাইওয়েতে দীর্ঘ যানজট

বাংলারজমিন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার

মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে পাচরুখী পর্যন্ত ২৩ কিলোমিটার ও এশিয়ান হাইওয়ে সড়কের গাজীপুরের মীরেরবাজার থেকে বস্তুল পর্যন্ত ২৮ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে পড়ে দূরপাল্লার যাত্রীসাধারণ এবং পণ্যবাহী পরিবহনের চালকরা চরম দুর্ভোগে পোহান।
সরজমিন ঘুরে জানা যায়, বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে সরকারি বন্ধ থাকায় রাজধানীর অনেকে আরো একদিন ছুটি বাড়িয়ে নিয়ে একসঙ্গে গ্রামের বাড়িতে রওয়ানা হওয়ায় সড়কে চলাচলরত যাত্রীবাহী যানবাহনে চাপ বেড়ে যাওয়ায় এবং সব মিলকারখানা বন্ধ হওয়ায় ওই সব প্রতিষ্ঠানে বিভিন্ন মালবাহী কাভার্ডভ্যান, ট্রাক ও লরি দিয়ে এ এলাকা থেকে অন্য এলাকায় আনা-নেয়ার জন্য সড়কে চাপ বেড়ে গেছে। এ কারণে মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার বিকাল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের কাচপুর থেকে পাচরুখী পর্যন্ত ২৩ কিলোমিটার ও এশিয়ান হাইওয়ে সড়কের গাজীপুরের মীরেরবাজার থেকে বস্তুল পর্যন্ত ২৮ কিলোমিটার পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। তাছাড়া ভুলতা গোলাকান্দাইল এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের চৌরাস্তার পয়েন্ট থাকায় উভয় দিক থেকে গাড়ি এসে যানজটের সৃষ্টি করছে। চট্টগ্রাম থেকে প্রতিদিন শত শত কন্টেইনার ও মালবাহী ট্রাক এশিয়ান হাইওয়ে দিয়ে গোলাকান্দইলের উপর দিয়ে উত্তরাঞ্চলে যাচ্ছে। অপরদিকে, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে প্রায় ৫০টি রুটের অসংখ্য গাড়ি চলাচলের কারনে গোলাকান্দাইল চৌরাস্তায় যানবাহনের চাপের সৃষ্টি হচ্ছে।
যানজটের কারণে দুরপাল্লার যাত্রীরা এবং পন্যবাহী পরিবহনের চালকরা ঘণ্টার পর ঘণ্টা চরম ভোগান্তির শিকার হয়েছে। বুধবার বিকাল পর্যন্ত যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা ও ভুলতা ফাঁড়ি পুলিশ কাজ করতে দেখা গেছে।
এ ব্যাপারে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ইকবাল হোসেন ভূইয়া বলেন, একদিন সরকারি বন্ধের সঙ্গে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অনেকে আরো একদিন ছুটি বাড়িয়ে নিয়ে একসঙ্গে গ্রামের বাড়িতে রওয়ানা হওয়ায় সড়কে চলাচলরত যাত্রীবাহী যানবাহনে চাপ বেড়ে গেছে এবং মিলকারখানা বন্ধ হওয়ায় ওই প্রতিষ্ঠানে মালামাল ও মালবাহী কাভার্ডভ্যান, ট্রাক ও লরি দিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় আনা-নেয়ার জন্য সড়কে চাপ বেড়ে গেছে। অনেক গাড়ি প্রতিযোগিতা করে গন্তব্যস্থলে আগে যাবার জন্য ওভারটেকিং করছে। এতে করে এ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে ট্রাফিক পুলিশের পাশাপাশি রূপগঞ্জ থানা পুলিশ এ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। আশা করি অল্প সময়ের ভেতর সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর