× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ফুলেল শ্রদ্ধায় স্মরণ শহীদদের

বাংলারজমিন


২২ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রাজারহাট থানা, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেস ক্লাব রাজারহাট, এমআই ডিগ্রি কলেজ, দুর্নীতি প্রতিরোধ কমিটি, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, রংপুর মহানগর আওয়ামী লীগের পক্ষে চাকিরপশার ইউপি চেয়ারম্যান, রাজারহাট ইউপি, হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, স্কাউট্‌স, সোনালুরকুটি উচ্চ বিদ্যালয়, ইলেকট্রিক সমিতি, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। এদিকে সকাল ৭টায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসন আয়োজিত এম আই ডিগ্রি কলেজের হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউএনও মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল হাসেম, থানা অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান, আওয়ামী লীগের সা: সম্পাদক আবু নূর মো. আক্তারুজ্জামান, অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা প্রমুখ।
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে: গফরগাঁওয়ে শহীদ মিনার ভেঙেও দমাতে পারেনি শিশু শিক্ষার্থীদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে গফরগাঁওয়ের গড়াবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমল মতি শিক্ষার্থীরা কলাগাছ দিয়ে একটি শহীদ মিনার তৈরি করে। পরে মঙ্গলবার রাতের কোন এক সময় কে বা কারা কলাগাছের তৈরি শহীদ মিনারটি কেটে ফেলে। বুধবার ভোরে শহীদ মিনারটি ভেঙে দিয়েও দমাতে পারেনি শিশু শিক্ষার্থীরা।
তাৎক্ষণিক শিশুরা কলাগাছ সংগ্রহ করে পুনরায় শহীদ মিনার তৈরি নির্মাণ করে। পরে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সহযোগিতায় পুনরায় শহীদ মিনার তৈরি করে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
ডোমার (নীলফামারী) প্রতিনিধি: শহীদদের প্রতি হাজারো মানুষের ফুলেল শ্রদ্ধার মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে গত বুধবার দিবাগত রাত ১২.০১ মিনিটে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা ও সহকারী কমিশনার (ভূমি) ফুয়ারা খাতুন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপরেই নীলফামারী-১ আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করার পর বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, প্রেস ক্লাব, রিপোর্টাস ইউনিটি, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সকালে প্রভাতফেরিতে বিভিন্ন স্কুল, কলেজ ও সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। সকাল থেকেই মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনার। শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গতকাল বুধবার একুশের প্রথম প্রহরে বাউফল পাবলিক মাঠে শহীদ মিনারে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি, ডাক্তার অ্যাসোসিয়েশন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এরপর সকাল সাড়ে ৭টায় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ আসম ফিরোজ (এমপি), উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বাউফলে কর্মরত সাংবাদিকবৃন্দ।
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ঘাটাইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে এ দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা ও শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, অধ্যক্ষ শামসুল আলম মনি, সহকারী কমিশনার আম্বিয়া সুলতানা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার একেএম শামসুল হক প্রমুখ।
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে টেকনাফে উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, প্রশাসনের উদ্যোগে টেকনাফ উপজেলা প্রশাসন চত্বরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জানা যায়, একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, টেকনাফ পৌরসভার মেয়র হাজী মো. ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশরের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর টেকনাফ সাংবাদিক ফোরাম, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি, টেকনাফ সাংবাদিক ইউনিটি, টেকনাফ মডেল থানা পুলিশ, টেকনাফ পৌর আওয়ামী লীগসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া সকাল ৮টায় টেকনাফ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর নেতৃত্বে জেলা বিএনপির অর্থ সম্পাদক এবং টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহসহ শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় বিএনপির অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। রাতের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ। গতকাল সকাল ৬টা থেকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালন করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন অঙ্গ সংগঠন, প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২, সেতু সংঘসহ বিভিন্ন এনজিও সংস্থা, সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী, দোহার নবাবগঞ্জ কলেজ, নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়, পিকেবি উচ্চ বিদ্যালয়, বেগম হাসিবা পোখ্‌রাজ উচ্চ বিদ্যালয়, বাগমারা উচ্চ বিদ্যালয়, মুক্তি ক্লিনিক, প্যারাগন হাসপাতাল, ইছামতি সাংস্কৃতিক গোষ্ঠী, নাফা সাংস্কৃতিক সংগঠন, ইছামতি নদী বাঁচাও আন্দোলন, লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুল, ফারিয়া, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
পঞ্চগড় প্রতিনিধি: ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় পঞ্চগড় জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধানের সহধর্মিণী জাহানারা প্রধান, জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জাগপাসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়াও শেরেবাংলা পার্ক বর্ণমালা দিয়ে সজ্জিতকরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বিকালে স্থানীয় সরকারি অডিটোরিয়ামে ভাষাসৈনিক সুলতান বইমেলা উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: রায়পুরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, উপজেলা সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশার সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: গোয়াইনঘাটে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনসমূহ। রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত, সকাল ৯টায় প্রভাতফেরি, ১০টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় শহীদ মিনারের পাদদেশে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার রেজাউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক প্রমুখ। বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাবেক সভাপতি সামছুল আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু সুভাষ চন্দ্র পাল ছানা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ফতেপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা মিনহাজুর রহমান, নজরুল ইসলাম, ফরিদ আহমদ শামীম, নজরুল ইসলাম নজু, মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, উপজেলা যুবলীগ নেতা আহমেদ মুস্তাকিন, সুভাস দাস, মুজিবুর রহমান, তাজউদ্দিন, নুরুল মুমিন জাহেদ, ফয়সল আহমদ প্রমুখ।
আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলীতে যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, আমতলী পৌরসভা পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: সেনবাগে বিনম্র শ্রদ্ধায় মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে স্থানীয় সংসদ সদস্য ও আরটিভির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম, উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার, ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার কানন, সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী, জেলা পরিষদ সদস্যা রেজিয়া আক্তার বকুল, সেনবাগ প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক এমএ আউয়াল সহ গণমাধ্যমকর্মীরা, মুক্তিযোদ্ধা সংসদ, সেনবাগ পৌরসভা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ ও অঙ্গ সংগঠন, তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক, বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি ও যুব মহিলা লীগ সহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ শহীদবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর