× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আক্কেলপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

বাংলারজমিন

জয়পুরহাট প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার

আক্কেলপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে আক্কেলপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও স্লোগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে হাবিবুর রহমান (২১) নামে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জানায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা কলেজ বাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান। সেখান থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে রেলস্টেশন এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আসার পথে ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার ও সাধারণ সম্পাদক পৌর মেয়র অবসর চৌধুরী এগিয়ে চলো আমরা আছি তোমার সঙ্গে, মোকছেদ ও অবসর ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দেয়া হয়। এ ঘটনায় মিছিলে থাকা কিছু দলীয় নেতাকর্মী ক্ষুব্ধ হন। কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছার পর উপজেলা ও পৌর আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শহীদ মিনার চত্বরে দলীয় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এতে অন্তত পাঁচজন আহত হন। পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সাব রেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার সময় রেলগেট এলাকার তিনমাথা মোড়ে তাদের ধাওয়া দেয় দলটির কিছু নেতাকর্মী। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ
সেখানে এসে দলীয় নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর অভিযোগ করে বলেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির ইন্ধনে পৌর আওয়ামী লীগের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী আমাকে টার্গেট করে এ ঘটনাটি ঘটিয়েছে।
পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আ. রহিম স্বাধীন মাস্টার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে ব্যক্তিগত স্লোগান দেয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। পৌর আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে তবে
এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর