× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রেকর্ডের দিনে বড় জয় বায়ার্নের

খেলা

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার

চ্যাম্পিয়নস লীগে বড় জয় পেয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার শেষ ষোল’র প্রথম লেগে তুর্কি ক্লাব বেসিকতাসকে ৫-০ গোলে উড়িয়ে দেয় তারা। এদিন বায়ার্নের হয়ে জোড়া গোল করেন থমাস মুলার ও রবার্ট লেভানদোস্কি। এ জয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক পা দিয়ে রাখলো বায়ার্ন। এ নিয়ে সব প্রতিযোগিতায় টানা ১৪তম ম্যাচে জয় পেলো তারা। আর এ আসরে এটি তাদের টানা পঞ্চম জয়। আসরের ইতিহাসে বায়ার্ন আগে কখনো টানা এতো জয় পায়নি। আর চ্যাম্পিয়নস লীগে ঘরের মাঠে শেষ ২১ ম্যাচের ২০টিতেই জয়ের কৃতিত্ব দেখালো বাভারিয়ানরা।
অন্যদিকে আসরে টানা তিন জয়ের পর হারলো বেসকিতাস।
বায়ার্নের মাঠ আলিয়েঞ্জ অ্যারিনায় এদিন ম্যাচের ১৬তম মিনিটে রবার্ট লেভানদোস্কিকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠে ছাড়েন বেসিকতাসের ক্রোয়াট ডিফেন্ডার দোমাগো ভিদা। পরে সফরকারীদের দশজনের দলের বিপক্ষে একের পর এক আক্রমণ চালাতে থাকে বায়ার্ন। তবুও অপেক্ষা করতে হয় বিরতির প্রায় আগ পর্যন্ত। প্রথমার্ধের ৪৩ মিনিটে থমাস মুলারের গোলে এগিয়ে যায় তারা। এর ৯ মিনিট পর গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি মিডফিল্ডার কিংসলে কোম্যান। ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মুলার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় এ নিয়ে নবম গোল করলেন এ জার্মান ফরোয়ার্ড। আর চ্যাম্পিয়নস লীগের নকআউট পর্বে ২১ গোল নিয়ে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এখন মুলার। এ পর্বে সর্বাধিক ৫৬ গোল নিয়ে শীর্ষে রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং ৩৮ গোলে দুই নম্বরে রয়েছেন বার্সার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। পরে খেলার ৭৯ ও ৮৮ মিনিটে আরো দু’গোল করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কি। এ নিয়ে চ্যাম্পিয়নস লীগ আসরে বায়ার্নের মাঠে ১৭ ম্যাচে ১৯ গোল করলেন তিনি। আগামী ১৪ই মার্চ শেষ ষোল’র ফিরতি লেগে ঘরের মাঠে বায়ার্নকে আতিথ্য দেবে বেসিকতাস।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর