× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

খালি হাতেই ফিরেছে সাইক্লিং দল

খেলা

স্পোর্টস রিপোর্টার
২২ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার

কোনো প্রাপ্তি ছাড়াই এশিয়ান ট্র্যাক সাইক্লিং থেকে ফিরেছে বাংলাদেশ দল। তবে ঘরের ট্র্যাক থেকে বিদেশের ট্র্যাকে সময়ের উন্নতি ঘটিয়েছে লাল-সবুজের সাইক্লিস্টরা। ৫০০ মিটার টাইম ট্রায়াল ও ২০০ মিটার স্প্রিন্টে সাইক্লিস্টরা সময় কমিয়েছেন বলে জানান মালয়েশিয়া ফেরত দলের কোচ আবদুল কুদ্দুস। এছাড়া টুর্নামেন্টে ২২ দেশের মধ্যে বাংলাদেশ ১৩তম হয়েছে বলেও জানান কুদ্দুস।
গত ১৫ই ফেব্রুয়ারি এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ৭ সদস্যের বাংলাদেশ দল মালয়েশিয়া যায়। দলে চার নারী সাইক্লিস্ট সমাপ্তি বিশ্বাস, শিল্পী খাতুন, নিশি খাতুন ও মোছাম্মত সামান্তার সঙ্গে ম্যানেজার হিসেবে ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ হাসান, কোচ আবদুল কুদ্দুস এবং মেকানিক হিসেবে গিয়েছিলেন ফারহানা সুলতানা শিলা। প্রতিযোগিতায় ৫০০ মিটার টাইম ট্রায়াল, দলগত স্প্রিন্ট, ১০০০ মিটার স্প্রিন্ট ও ব্যক্তিগত পারস্যুটে অংশ নেন বাংলাদেশের সাইক্লিস্টরা। টুর্নামেন্টের  ৫০০ মিটার টাইম ট্রায়ালে জুনিয়রে ৪৪ সেকেন্ড সময় নিয়েছেন নিশি খাতুন।
ঘরোয়া আসরে এই ইভেন্টে সময় নিয়েছিলেন ৪৯ সেকেন্ড। সিনিয়র-এ শিল্পী খাতুন ৪৩ সেকেন্ড সময় নিয়েছেন। ঘরোয়া আসরে যা ছিল ৪৯ সেকেন্ডের। ২০০ মিটার স্প্রিন্টের সিনিয়ওে মেয়েদের টাইমিং ছিল ১৬ ছিল। যা এবার মালয়েশিয়াতে শিল্পী খাতুন করেছেন ১৪ সেকেন্ডে। আর জুনিয়র-এ নিশি খাতুন সময় নিয়েছেন ১৫ সেকেন্ড। টুর্নামেন্ট নিয়ে কুদ্দুস বলেন, ‘ভেলোড্রাম আমাদের নেই বলে মেয়েরা ভালো কিছু দেখাতে পারেনি। এ রকম টুর্নামেন্টের আগে অন্তত এক সপ্তাহ অনুশীলনের প্রয়োজন। কিন্তু আমাদের দেশে ভেলোড্রামের তেমন সুবিধা নেই। তাই মেয়েরা ভালো ফল করতে পারেনি।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর