× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ছোট পর্দায় আজ

বিনোদন


২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার

এটিএন বাংলায় ‘গানের মানুষ’
উপমহাদেশের গজল সম্রাট মেহেদি হাসানের কন্ঠের ‘ঢাকো যত না নয়নও দুহাতে বাদলও মেঘ ঘুমাতে দেবে না’ কিংবা বাংলাদেশের বিয়ে উৎসবের ‘হলুদ বাটো মেহেদি বাটো’ গান। হৃদয় ছোঁয়া এমন অসংখ্য গানের সুরস্রষ্টা কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলী হোসেন। বাংলার পাশাপাশি তিনি উর্দু চলচ্চিত্রেও খ্যাতি ছড়িয়েছেন। তার হাতে আরো সৃষ্টি হয়েছে ‘অশ্রু দিয়ে লেখা এ গান’, ‘এ আকাশকে সাক্ষী রেখে’, ‘ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজেরে যে ভুলে যায়’, ‘আরে ও প্রাণের রাজা’, ‘কে তুমি এলে গো আমার এ জীবনে’ ইত্যাদি গান। এই সংগীত পরিচালক এবার হাজির হচ্ছেন এটিএন বাংলার সংগীত বিষয়ক অনুষ্ঠান ‘নোভা প্রেজেন্টস গানের মানুষ’-এ। অনুষ্ঠানে আলী হোসেনের সুর করা গান গাইবেন এ প্রজন্মের শিল্পী ও এটিএন তারকা রেজোয়ান ও মৃদুলা সমাদ্দার। অনুষ্ঠানে শিল্পীদের কন্ঠে গানের পাশাপাশি উপস্থাপকের সঙ্গে আলাপচারিতায় আলী হোসেন বলেছেন হৃদয় ছোয়া গানগুলো তৈরির নেপথ্যের গল্প। বলেছেন তার সংগীত জীবনের অনেক ঘটনার কথা।
হাসান চৌধুরীর উপস্থাপনা এবং মুকাদ্দেম বাবুর পরিচালনায় অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে আজ রাত ৮টায়।
চ্যানেল আইতে ‘বেসিক আলী’
জনপ্রিয় কার্টুন চরিত্র ‘বেসিক আলী’র টেলিভিশন সিরিজ প্রচার হচ্ছে চ্যানেল আইতে। এতে বেসিক আলী চরিত্রে অভিনয় করছেন তৌসিফ। আর তার বিপরীতে রিয়া চরিত্রে সাবিলা নূর। অন্যান্য চরিত্রে আছেন আবদুল্লাহ রানা (তালিব আলী), বিজরী বরকতুল্লাহ (মলি আলী), সাবিলা নূর (রিয়া), মীর নওফেল আশরাফি জিসান (হিল্লোল), রিফাত জাহান (নেচার) এবং আনন্দ আজিম (ম্যাজিক)। কার্টুনটিতে পাঠক এক দশকেরও বেশি সময় ধরে মজে আছেন। বেসিক আলী লিখেছেন সাংবাদিক শাহরিয়ার খান। আর নির্মাণ করেছেন কাজল আরেফিন বলেন। চ্যানেল আইতে প্রচার হচ্ছে প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
এনটিভিতে ‘গল্পগুলো আমাদের’
এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘গল্পগুলো আমাদের’ এর ১৫তম পর্ব। অবয়ব সিদ্দিকী মিডির চিত্রনাট্য রচনায় নাটকটির কাহিনী ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। অভিনয় করেছেন- সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান, অপূর্ব, তাসনুভা তিশা, ইন্তেখাব দিনার, নাদিয়া, আনন্দ খালিদ, তৌসিফ, জোভান, অ্যালেন শুভ্র, শবনম ফারিয়া, নাদিয়া নদী, সাফা কবির, নাদিয়া মীম, ইফফাত তৃষা, সায়রা, রিমি করিম, খালেকুজ্জামান, মিলি বাশার, শেলী আহসান, মাজনুন মিজান, তামিম মৃধা প্রমুখ।
আরটিভিতে ‘ঝামেলা আনলিমিটেড’
আরটিভিতে আজ রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ঝামেলা আনলিমিটেড’। রচনা আহসান আলমগীর, পরিচালনায শামীম জামান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়ে করেছেন মামুনূর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, শামীম জামান, ফারুক আহম্মেদ, মোশাররফ করিম, আ.খ.ম হাসান, তারেক স্বপন, নয়ন, প্রভা, সোনিয়া হোসেন, ইফ্‌ফাত ত্রিশা, শৈলী, সেলিনা আফ্রি, আমানুল হক হেলাল, কোল্লান কোরাইয়া প্রমুখ।
বাংলাভিশনে ‘ল্যাম্পপোস্ট’
বাংলাভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘ল্যাম্পপোস্ট’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হয় প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, রহমত আলী, মোশাররফ করিম, তারিন, বাঁধন, সাবিলা নূর, মারজুক রাসেল, সাবেরী আলম, রেবেনা রেজা জুঁই, কচি খন্দকার, রিফাত চৌধুরী, তারিক স্বপন, এ কে আজাদ প্রমুখ।

দেশটিভিতে ‘প্রিয়জনের গান’
দেশটিভিতে ‘প্রিয়জনের গান’-এ আজ গান করবেন প্রমীলা চক্রবর্তী ও নীলোৎপল সাধ্য। আজ দুপুর ৩টা থেকে সরাসরি প্রচার হবে অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে প্রতি পর্বে আমন্ত্রিত শিল্পী তার প্রিয় শিল্পীদের গাওয়া গান এবং পাশাপাশি নিজের গাওয়া কিছু পছন্দের গান পরিবেশন করেন। গানের পাশাপাশি মূল শিল্পী বা আমন্ত্রিত শিল্পীর প্রিয় মানুষের সঙ্গে টেলিফোন আলাপনের মাধ্যমে জানা যায় গানের অন্তরালের নানা অজানা গল্প। বুলবুল ইসলামের প্রযোজনায় প্রচার হয় এ অনুষ্ঠান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর