× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

অপরাধের নিখুঁত প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণের তাগিদ বার্নিকাটের

দেশ বিদেশ

কূটনৈতিক রিপোর্টার
২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার

অপরাধ সংঘটনের স্থান থেকে নিখুঁত ভাবে তথ্য-প্রমাণ সংগ্রহ এবং দূষণের হাত থেকে প্রমাণাদি বাঁচাতে তা আরো যত্নশীলভাবে সংরক্ষণের তাগিদ দিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বৃহস্পতিবার দুই দেশের মধ্যে সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের কম্বাইন্ড ডিএনএ ইনডেক্স সিস্টেম (সিওডিআইএস) আয়োজিত  অপরাধ তদন্ত বিভাগের (আইসিডি) সদর দপ্তরে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বার্নিকাট বলেন, প্রমাণ দূষিত হওয়ার ভয়াবহ পরিণতি হতে পারে। এতে  দোষীরা মুক্ত হতে পারে এবং কিছু কিছু  ক্ষেত্রে নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার  হওয়ার আশঙ্কা থাকে। সিওডিআইএস অপরাধের তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশেষণে এফবিআই’র এক ধরনের উন্নত ডাটাবেজ। মার্কিন রাষ্ট্রদূত বলেন, অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে অতিরিক্ত দায়িত্বও চলে আসে। সিওডিআইএস সম্পর্কে রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, এই প্রযুক্তিটি স্থানীয় অভিজ্ঞদের সঙ্গে মিলিত হয়ে বাংলাদেশে ফৌজদারি বিচার ব্যবস্থার উন্নতি করতে পারবে। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মো.  মোখলেছুর রহমান, অতিরিক্ত আইজিপি, শিল্প পুলিশ আবদুস সালাম ও ডিআইজি (এইচআরএম) সিআইডি সাইফুল আলম বক্তব্য রাখেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর