× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

তালাবদ্ধ বানিয়াচং আনসার ভিডিপি ও পরিসংখ্যান অফিস

বাংলারজমিন

মখলিছ মিয়া, বানিয়াচং (হবিগঞ্জ) থেকে
২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার

বানিয়াচং উপজেলা আনসার-ভিডিপি ও পরিসংখ্যান অফিস মাসের পর মাস তালাবদ্ধ থাকলেও দেখার যেন কেউ নেই! সরকারি গুরুত্বপূর্ণ এই অফিস দু’টিতে দীর্ঘদিন ধরে উপজেলা কর্মকর্তার পদ শূন্য থাকায় দু’জন ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। কিন্তু তারা নিয়মিত অফিসে না আসায় মাসের পর মাস অফিস দু’টি তালাবদ্ধ থাকে। ফলে জরুরি প্রয়োজনে অফিস দু’টিতে আগত লোকজন সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ভোক্তভোগীরা জানান, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তার পদ শূন্য থাকায় সনজিৎ কুমার দাস নামে একজন ইনস্ট্রাক্টর ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে আছেন। কিন্তু তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নিজ বাড়িতে বসবাস করে থাকেন। স্থানীয় এক লোককে রাতে অফিস পাহারা দেয়ার দায়িত্ব দিয়ে রেখেছেন তিনি। ওই লোক দিনের বেলায় অফিসের দরজা-জানালা খুলে রেখে গেট তালাবদ্ধ করে রাখে সারা দিন। ভারপ্রাপ্ত কর্মকর্তা সপ্তাহে বা ১৫-২০ দিন পর দু-একদিনের জন্য অফিসে এসে অবস্থান করলে দরজা-জানালার পাশাপাশি গেটও খোলা রাখা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিৎ কর্মস্থলে নিয়মিত থাকেন না বলে এখানে বাসা/ডরমেটরি বরাদ্দ নেননি। মাসে দু’/চার/পাঁচ দিন থাকার জন্য অফিসের একটি কক্ষেই খাট ফেলে বিছানাপত্র সাজিয়ে রেখেছেন। এভাবেই চলছে উপজেলা আনসার-ভিডিপি অফিস! এদিকে দীর্ঘদিন উপজেলা কমপ্লেক্সের মধ্যে পরিসংখ্যান অফিস থাকলেও সবসময় বন্ধ থাকতো এটি। মাসুদ নামে একজন পিয়ন মাঝে মধ্যে অফিসটি খুলতেন। একসময় এই অফিসটি উপজেলা কমপ্লেক্সের বাইরে অািলয়া মাদরাসা সড়কের একটি প্রাইভেট বিল্ডিংয়ে রুম ভাড়া নিয়ে স্থানান্তর করা হয়। কিন্তু কেউ কোনো তথ্যের জন্য গেলে সেখানেও অফিসটি বন্ধ পেয়ে ফেরত আসতে হয়। পরিসংখ্যান অফিসের কর্মকর্তার দায়িত্বে কে সে তথ্য পর্যন্ত ভুক্তভোগীরা জানতে পারেন না। এলাকাবাসী অবিলম্বে গুরুত্বপূর্ণ এই সরকারি অফিস দু’টিতে পর্যাপ্ত সংখ্যক লোকবল নিয়োগ করে অফিস দু’টি সচল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর