× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

শ্রীমঙ্গলে জমির বিরোধ নিয়ে অপহরণ ও গণধর্ষণ মামলা, শ্রমিকদের কর্মবিরতি

বাংলারজমিন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার

শ্রীমঙ্গলে ডানকান ব্রাদার্সের চাতালি চা বাগানে মাত্র চার হাত জমির বিরোধ নিয়ে বাগানের তিন চা শ্রমিকের উপর গণধর্ষণ ও অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত বুধবার রাতে থানায় দায়ের হওয়া এ মামলায় আরো কয়েকজন শ্রমিককে অজ্ঞাত আসামি রাখা রয়েছে। চা বাগানের সাধারণ শ্রমিকরা বলছে এটি মিথ্যা ও সাজানো মামলা। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার চারটি চা বাগানের শ্রমিকরা একসাথে কর্মবিরতি পালনকালে এ মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে হয়রানি করা হবে মর্মে পুলিশের এমন আশ্বাসের পর সাধারণ শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। গতকাল বৃহস্পতিবার সরজমিনে ওই চা বাগানে গিয়ে দেখা যায়, বাগানের কাজ ফেলে রেখে চাতালী, গাড়ো লাইন, কালাছড়া ও ফুলছড়া লাইনের প্রায় ১ হাজার ৩০০ শ্রমিক বাগানের নাচ ঘরে বসে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল সমাবেশ করে প্রতিবাদ জানাচ্ছে। এসময় বাগানের ৭৫ বছর বয়সি চাতালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সত্য নারায়ণ সিং বলেন, বাগানের শ্রমিক ডিবা নায়েকের সঙ্গে রাম সাঁওতালের চার হাত জমি নিয়ে বিরোধ রয়েছে। এনিয়ে গত ২০শে ফেব্রুয়ারি বাগানে বিচার সালিশ হয়েছে। কিন্তু রাম’ বিচার না মেনে গত ২১শে ফেব্রুয়ারি রাতে তার স্ত্রী গণধর্ষণ ও মেয়ে অপহরণ হয়েছে এরকম অভিযোগ এনে বাগানের পঞ্চায়েত সভাপতি লক্ষণ বাউড়ী, রাম রতন কৈরী ছুটকা ও ডিবা নায়েকের উপর মামলা করে দেয়।
ওই মামলায় নাম ছাড়া আসামি রয়েছে আরো ৩/৪ জন। বাগানের শ্রমিক হরিকানু, বিভীষণ কর্মকার, সুখদেব রিকমন, পদ্মাবতী কর্মকার ও আরতি কর্মকার বলেন, আমরা চা বাগানের শ্রমিকরা নিরিহ মানুষ। আমরা কারো সাথে ঝগড়া করি না। তা হলে আমাদের উপর কেন এই বিপদ আসবে। আমরা এই মিথ্যা মামলা থেকে মুক্তি চাই’।
চাতলী চা বাগান ব্যবস্থাপক মো. শামিম আহম্মেদ বলেন, শ্রমিকরা মামলায় হয়রানির প্রতিবাদে কাজে যোগ দেয়নি। মামলার তদন্ত কর্মকর্তা শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) মো. সোহেল রানা বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তদন্ত চলছে। যদি তদন্তে মামলা মিথ্যা হয় তাহলে বাদীসহ প্ররোচনাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে’।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর