× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

নতুন মাঠে অদম্য শাখতার

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার

চ্যাম্পিয়ন্স লীগে শাখতার দোনেস্কের কাছে হারলো ইতালিয়ান জায়ান্ট রোমা। বুধবার আসরের শেষ ষোল’র প্রথম লেগে এগিয়ে থেকেও শাখতার দোনেস্কের কাছে ২-১ গোলে হারে তারা। আর এ জয়ে চলতি আসরে ঘরের মাঠে টানা চার ম্যাচে জয়ের কৃতিত্ব দেখালো ইউক্রেনের দল শাখতার। শাখতার এখন অবশ্য খেলছে নিজেদের নতুন ভেন্যু খারকিভে। তাদের রাশিয়ার সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের পর তারা তাতের পূর্বাঞ্চলীয় নিজস্ব এলাকা দোনেস্কে খেলতে পারছে না। ২০১৭ থেকে নতুন ভেন্যুতে ১৫ ম্যাচ খেলে ১২ জয় পেলো।
এর আগে এ আসরে নিজ মাঠে টানা চার ম্যাচে জয় পায় জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। আর ২০১১’র আসরে নিজ ভেন্যুতে টানা পাঁচ পেয়ে জয়ের নজির গড়ে শাখতার। চ্যাম্পিয়নস লীগের নকআউট পর্বে এ পর্যন্ত তিন ম্যাচে জয়ের দেখা পায় তারা।
আর তিন জয়ের সবকটি রোমার বিপক্ষে। অন্যদিকে আসরের নকআউট পর্বে শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই শাখতারের কাছে হারে রোমা।
শাখতারের মাঠে খেলার ৪১ মিনিটে গোল করে রোমাকে এগিয়ে দেন তুর্কি মিডফিল্ডার চেঙ্গিস আন্দার। ২০ বছর বয়সী ফুটবলার রোমার হয়ে চ্যাম্পিয়ন্স লীগে দ্বিতীয় কনিষ্ঠ গোলদাতা। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে রোমার হয়ে কম বয়সে গোল করার কৃতিত্ব দেখালেন তিনি। পরে ৫২ মিনিটে গোল করে শাখতারকে সমতায় ফেরান আর্জেন্টাইন স্টাইকার ফাকুন্দো ফেরেইরা। পরে স্বাগতিকদের হয়ে ফ্রি-কিক থেকে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড।
চলতি আসরে এ নিয়ে ঘরের মাঠে টানা ছয় ম্যাচে দুই বা তার অধিক গোল করার কৃতিত্ব দেখালো শাখতার। এবার এ কৃতিত্ব রয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি)। আগামী ১৩ই মার্চ ঘরের মাঠে শাখতার দোনেস্ককে আতিথ্য দেবে রোমা।
চ্যাম্পিয়নস লীগে নকআউট পর্বে দু’দলের পাঁচ ম্যাচ
শাখতার ২-১ রোমা
শাখতার ৩-০ রোমা
রোমা ২-৩ শাখতার
শাখতার ১-০ রোমা
রোমা ৪-০ শাখতার
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর