× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ডি গেয়া’র রেকর্ডে বাঁচলো ম্যানইউ

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ম্যানচেস্টার ইউনাইটেডকে বাঁচালেন গোলরক্ষক ডি গেয়া। বুধবার স্প্যানিশ দল সেভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে ম্যানইউ। তবে সবকিছু ছাপিয়ে এ ম্যাচের নায়ক ছিলেন ম্যানইউর স্প্যানিয়ার্ড গোলরক্ষক ডেভিড ডি গেয়া। মূলত তার অসাধারণ নৈপুণ্যেই ড্র নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। এ ম্যাচে রেকর্ডগড়া আটবার দলকে গোলের (৮টি সেভ করেন) হাত থেকে বাঁচান তিনি। চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে ম্যানইউর কোনো গোলরক্ষকের এক ম্যাচে সর্বাধিক সেভ করার কৃতিত্ব এটি। এর আগে ২০১১’র আসরে বার্সেলোনার বিপক্ষে এক ম্যাচে ৮ সেভ-এর কৃতিত্ব দেখান ম্যানইউর তৎকালীন ডাচ গোলরক্ষক এডউইন ভ্যান ডার স্যার। আর সেভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় মোট ২৩ ম্যাচে গোল না খাওয়ার কৃতিত্ব দেখালেন ডি গেয়া।
আর এ মৌসুমে ইংলিশ যে কোনো দলের গোলরক্ষকের ক্লিন শিট (গোল না খাওয়া) থাকার সর্বাধিক ম্যাচের রেকর্ড এটি।
সেভিয়ার বিপক্ষে ড্র’র ফলে স্পেনের মাটিতে শেষ ৭ ম্যাচের পাঁচটিতেই ড্র করলো তারা। আর চ্যাম্পিয়ন্স লীগের আসরে সর্বাধিক ২২ ম্যাচে ড্র করলো ম্যানইউ। এর আগে ইউরোপিয়ান এ আসরে সমান সংখ্যক ম্যাচে ড্র রয়েছে ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। অন্যদিকে আসরের ইতিহাসে প্রথমবার ঘরের মাঠে গোল করতে ব্যর্থ হলো সেভিয়া। আর সব মিলিয়ে আসরে ১৯ বার গোলশূন্য ড্র করে তারা।
এদিন চার বছর পর চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বে খেলতে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। সেভিয়ার মাঠে ম্যাচের ম্যানইউর প্রথম একাদশে ছিলেন না ফরাসি মিডফিল্ডার পল পগবা। ম্যাচের ১৭ মিনিটে আন্দের হেরেরা ইনজুরির কারণে মাঠ ছাড়লে তার পরিবর্তে নামেন তিনি। সর্বশেষ চলতি বছরের ২০শে জানুয়ারি প্রিমিয়ার লীগে বার্নলির বিপক্ষে ৯০ মিনিট খেলেন পগবা। চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোল’র ফিরতি লেগে আগামী ১৩ই মার্চ ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে দু’দল। চলতি মৌসুমে ঘরের মাঠে শেষ ১৮ ম্যাচের ১৫টিতেই জয়ের কৃতিত্ব রয়েছে ম্যানইউর।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর