× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বোলারের মাথায় বল লেগে ছক্কা!

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার

নিউজিল্যান্ডের ঘরোয়া ওয়ানডে আসরের ঘটনা এটি। ম্যাচের একপর্যায়ে প্রতিপক্ষ দলের পেসার অ্যান্ড্রু এলিসের ডেলিভারিতে সজোরে ড্রাইভ করেন অকল্যান্ড ব্যাটসম্যান জিত রাভাল। বল গিয়ে সরাসরি আঘাত হানে বোলার এলিসের মাথায়। তারপরও বল উড়ে গিয়ে পড়ে সীমানা দড়ির বাইরে। সঙ্গে সঙ্গে মাঠের বাইরে চলে যান এলিস। তাৎক্ষণিক পরীক্ষা শেষে অবশ্য পরে যথারীতি বল করেন ক্যান্টারবুরির অধিনায়ক অ্যান্ড্রু এলিস। আর ম্যাচের দ্বিতীয় ইনিংসে যথারীতি ব্যাটিং করতে দেখা যায় তাকে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়, বলের আঘাতে ক্ষতি হয়নি অ্যান্ড্রু এলিসের।
ফোর্ড কাপে নিজের প্রথম ওভারেই মাথায় আঘাত পন এলিস। তবে শেষ পর্যন্ত তার বোলিং ফিগার দাঁড়ায় ৭-০-৫২-২। অকল্যান্ড ওপেনার জিত রাভালের উইকেট পান এলিসই। যদিও ম্যাচে ১০৭ রানে হার দেখে তার দল ক্যান্টারবুরি। নিউজিল্যান্ড জাতীয় দলের ওপেনার জিত রাভাল বলেন খেলার মাঠে যখন কোনো খেলোয়াড়ের মাথায় আঘাত লাগে তখন আপনার প্রথম চিন্তাটা ওই ব্যক্তিকে নিয়েই। আমি অ্যান্ড্রুর (এলিস) জন্য খুব উদ্বিগ্ন ছিলাম। কিন্তু ঈশ্বরের কৃপায় বড় কিছু ঘটেনি। সে (এলিস) খুবই লড়াকু ও শক্তপোক্ত একজন মানুষ। তাকে খেলায় ফিরতে দেখে ভারমুক্ত হয়েছি আমি। খেলার মাঠে এটা ভালো অভিজ্ঞতা নয়। বলের আঘাতে তাৎক্ষণিকভাবে তার তেমন শারীরিক ক্ষতি চোখে পড়েনি। আমি আশা করি এ জন্য পরেও, কোনো সমস্যা হবে না তার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর