× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ডুমিনি-ক্লাসেন নৈপুণ্যে সমতায় ফিরলো প্রোটিয়ারা

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার

অধিনায়ক জেপি ডুমিনি ও হেনরিখ ক্লাসেনের ব্যাটিং নৈপুণ্যে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা। বুধবার সেঞ্চুরিয়নে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৮ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে স্বাগতিকরা। ম্যাচসেরা হন মাত্র দ্বিতীয় ম্যাচ খেলা উইকেটরক্ষক ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন। আগামীকাল কেপটাউনে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৮ রানে দুই ওপেনারকে হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। রিজা হেনরিক্স ২৬ ও জেজে স্মাটস ২ রান করেন আউট হন। এরপর ক্লাসেনের সঙ্গে ৪৯ বলে ৯৩ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন ডুমিনি।
ব্যক্তিগত ৬৯ রানে ক্লাসেন ফিরে গেলেও দলকে জয় এনে দিতে কোনো অসুবিধা হয়নি ডুমিনির। ৩০ বলে ৭ ছক্কা ও ৩ চারে ৬৯ রানের ইনিংস খেলেন ক্লাসেন। এছাড়া ৪০ বলে ৩ ছক্কা ও ৪ চারে ৬৪ রানে অপরাজিত থাকেন ডুমিনি। ৭৫ খেলায় এটি তার দশম ফিফটি। ভারতের হয়ে ৪২ রানে ২ উইকেট পেসার জয়দেব উনারকাট।
এদিন সেঞ্চুরিয়নে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান প্রোটিয়া অধিনায়ক ডুমিনি। ব্যাটিংয়ে নেমে রানের খাতা না খুলেই জুনিয়র দালার বলে এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছাড়েন রোহিত। এরপর ৩ নম্বরে নামা সুরেশ রায়নার সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে ডুমিনির বলে আউট হয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার শিখর ধাওয়ান। ১৪ বলে ২ ছক্কা ও ৩ চারে ২৪ রানের এ ঝড়ো ইনিংস খেলেন তিনি। এদিন উইকেটে এসে দ্রুত ফিরে যান এ সফরে দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দলীয় ৪৫ রানের মাথায় ব্যক্তিগত ১ রান করে দালার দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি ও মনিশ পান্ডের অপরাজিত ৫৬ বলে ৯৮ রানের জুটি গড়ে দলকে বড় স্কোর এনে দেন। ধোনি ২৮ বলে ৩ ছক্কা ও ৪ চারে ৫২ রান এবং ৪৮ বলে ৩ ছক্কা ও ৬ চারে ৭৯ রানে অপরাজিত থাকেন পান্ডে। দুজনেরই এটি দ্বিতীয় ফিফটি। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৮ রানে সর্বোচ্চ ২ উইকেট নেন জুনিয়র দালা।
সংক্ষিপ্ত স্কোর
টস: দক্ষিণ আফ্রিকা (ফিল্ডিং)
ভারত: ২০ ওভার; ১৮৮/৪ (পান্ডে ৭৯*, ধোনি ৫২*)
দক্ষিণ আফ্রিকা: ১৮.৪ ওভার; ১৮৯/৪ (ক্লাসেন ৬৯, ডুমিনি ৬৪)
ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: হেনরিখ ক্লাসেন
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর