× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আরো অবনতি কেনিয়ার ক্রিকেটের

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার

ক্রিকেটে লজ্জা বাড়লো কেনিয়ার। আইসিসির ডিভিশন থ্রি-তে অবনমিত হলো কেনিয়া। আর দেশটির ক্রিকেটের শীর্ষ তিন ব্যক্তির একযোগে পদত্যাগের বিরল ঘটনায় বাড়লো তাদের সংকট। ২০১৮ ওয়ার্ল্ড ক্রিকেট লীগ ডিভিশন টু প্রতিযোগিতায় ছয় দলের মধ্যে ষষ্ঠ স্থান নিয়ে ডিভিশন থ্রিতে অবনমিত হলো কেনিয়া। আর গতকাল একযোগে পদত্যাগ করেন কেনিয়া জাতীয় দলের অধিনায়ক রাকেপ প্যাটেল, প্রধান কোচ থমাস ওদয়ো এবং দেশটির বোর্ড সভাপতি জ্যাকি জানমোহাম্মদ। এক সময় বাংলাদেশের ক্রিকেটের বড় প্রতিদ্বন্দ্বী মানা হতো কেনিয়াকে। ২০০৩’র বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়েছিল স্টিভ-টিকোরো-মরিস ওদুম্বের কেনিয়া। তবে সাম্প্রতিক ক্রিকেটে তাদের অবস্থা বেহাল।
২০১৮ বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডেই খেলতে পারছে না তারা। বরং এবারের চিত্র আরো লজ্জাকর। ছয় দলের প্রতিযোগিতায় পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচে কেনিয়া হার দেখে ওমানের কাছে। ২০১৮ বিশ্বকাপের কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাচ্ছে ডিভিশন টু প্রতিযোগিতার চ্যাম্পিয়ন সংযুক্ত আরব আমিরাত ও রানার্সআপ নেপাল। তৃতীয় ও চতুর্থ স্থান নিয়ে ডিভিশন টু-তে টিকে রইলো কানাডা ও নামিবিয়া। ওমান-কেনিয়া নেমে গেলো ডিভিশন থ্রি-তে। আগামী মাসে জিম্বাবুয়েতে শুরু হবে ১২ দলের বিশ্বকাপ কোয়ালিফায়ার আসর।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর