× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

হেরেও দ্বিতীয় রাউন্ডে আর্সেনাল

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার

ইউয়েফা ইউরোপা লীগে হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠেছে আর্সেনাল। গতকাল ঘরের মাঠে শেষ ৩২‘র রাউন্ডের দ্বিতীয় লেগে ওস্টারসান্ডেসের কাছে ২-১ গোলে হার দেখে তারা। এ হারেও প্রথম লেগে জয় থাকায় দুই লেগ মিলিয়ে ৪-২ অ্যাগ্রিগেটে আসরের দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটে আর্সেনাল। আর এ নিয়ে ইউরোপীয়ান আসরে ঘরের মাঠে নকআউট পর্বে টানা ৬ ম্যাচে হারের স্বাদ পেলো কোচ আর্সেন ওয়েঙ্গারের দল। এদিন ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ২২ ও ২৩ মিনিটে দু’গোল হজম করে গানাররা। পরে দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আর্সেনালের হয়ে ব্যবধান কমান সিড কোলাসিনাক। রবিবার ইংরিশ লীগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে আর্সেনাল। এদিন আরেক ম্যাচে আতালান্টার সঙ্গে ১-১ গোলে ড্র করেও ৪-৩ অ্যাগ্রিগেটে এগিয়ে থেকে পরবর্তী রাউন্ডের টিকিট কাটে জার্মান জায়ান্ট বুরুমিয়া ডর্টমুন্ড।
অন্য ম্যাচে লিপজিকের বিপক্ষে ২-০ গোলে জিতেও অ্যাওয়ে গোলের ব্যবধানে আসর থেকে ছিটকে গেছে বর্তমান সিরি আ লিগের এক নম্বর দল নাপোলি। আরেক ম্যাচে এফসি কোপেনহেগেনের বিপক্ষে ১-০ গোলে জয়ে দু’লেগ মিলিয়ে ৫-১ অ্যাগ্রিগেটে আসরের শেষ ষোল নিশ্চিত করে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। এছাড়া শেষ ষোল’র টিকিট পেয়েছে লোকোমেটিব মস্কো, ডায়নামো কিয়েব, লাজিও, ভিক্টোরিয়া প্লাজেন ও অ্যাটলেটিক বিলবাও।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর