× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

লামায় দালালসহ ১৪ রোহিঙ্গা আটক

বাংলারজমিন

বান্দরবান ও লামা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার

 লামা উপজেলায় এক দালালসহ ১৪ রোহিঙ্গাকে আটক করে স্থানীয় আর্মি ক্যাম্পে হস্তান্তর করেছে এলাকার ভাড়ায়চালিত মোটরসাইকেল চালকেরা। শুক্রবার সকালে লামার রূপসীপাড়া ইউনিয়নের পুলিশ ক্যাম্পপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মো. সেলিম, মনির হোসেন, নুর হাবিব, ছৈয়দ হোসেন, মো. আমিন, আবু ছৈয়দ, আবদুল্লাহ, মো. রফিক, মো. হোসেন, আলম, মুছা আলী, রকিন, ইসমাইল, আতা উল্লাহ। এরা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন জেলা-উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে। মোটরসাইকেল চালক মোহাম্মদ শাহীন  জানান, চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের হেরুন মিশন এলাকা থেকে শুক্রবার সকালে ভাড়ায়চালিত মোটরসাইকেল যোগে দালাল সাহাব উদ্দিনসহ ১৪ জন রূপসীপাড়া ইউনিয়নের পুলিশ ক্যাম্প পাড়ায় যান। এ সময় কথাবার্তায় সন্দেহ হলে তাদের আটক করে রূপসীপাড়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে মোটরসাইকেল চালকরা। আটকরা জানায়, লামার রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার জনৈক ব্যক্তির বাগানে শ্রমিকের কাজ করার জন্য কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে তাদের আনা হয়েছে। এ বিষয়ে লামা থানার (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, রোহিঙ্গা আটকের ঘটনা শুনেছি।
আটকদের বিরুদ্ধে বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর