× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সুনামগঞ্জে কে হচ্ছেন আগামীর পৌরপিতা

বাংলারজমিন

সুনামগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার

সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুলের আকস্মিক মৃত্যুর পর শহর জুড়ে একই আলোচনা কে হচ্ছেন আগামীর পৌর মেয়র। তফসিল ঘোষণার পর এ আলোচনা আরো জোরালো হয়েছে।
২৯শে মার্চ অনুষ্ঠিত হবে পৌরসভার উপ-নির্বাচন। তফসিল ঘোষণার পরই আওয়ামী লীগ ও বিএনপি’র একাধিক প্রার্থী ঘরোয়াভাবে প্রচারণা শুরু করেন। নির্বাচনী কৌশল ঠিক করতে মাঠে নেমেছেন নেতারা। আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীও এবার নির্বাচনী মাঠে রয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোতালেব জানান, সোমবার পৌরসভার হালনাগাদ ভোটার তালিকার সিডি পৌঁছাবে জেলা নির্বাচন অফিসে। তালিকায় ৪০ হাজারের মতো ভোটার রয়েছেন। সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১লা মার্চ। ২ ও ৩রা মার্চ যাচাই-বাছাই ও ১২ মার্চ প্রত্যাহারের শেষ দিন।
ভোট গ্রহণ হবে ২৯শে মার্চ।
সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, প্রয়াত মেয়র আয়ূব জগলুলের ভাই নাদের বখত, প্রায়াত পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের ভাই জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, দেওয়ান গণিউল সালাদিন, দেওয়ান সাজাউর রাজা (সুমন রাজা), সাবেক এমপি রইছ উদ্দিন আহমদের পুত্র পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খায়রুল কবীর রুমেন, জেলা জাসাস নেতা শেরগুল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান। এদের মধ্যে নাদের বখত, দেওয়ান ইমদাদ রেজা ও অ্যাডভোকেট খায়রুল কবীর রুমেন আওয়ামী লীগ থেকে এবং দেওয়ান গণিউল সালাদিন, দেওয়ান সাজাউর রাজা (সুমন রাজা) ও আব্দুল্লাহ আল নোমান বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী।      
অতীতের পৌর নির্বাচনের ইতিহাসে দেখা গেছে, সুনামগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচনে দলের চেয়ে প্রার্থী মুখ্য হয়ে দাঁড়ান। বিগত নির্বাচনগুলোতে ‘রাজা’ আর ‘বখত’ এই দুই পরিবারের মধ্যে লড়াই হয়। শহরের ভোটাররা দল-মত নির্বিশেষে দু’ভাগে বিভক্ত হয়ে ভোট উৎসবে যোগ দেন। এবারও দুই পরিবারের মধ্যে ভোটের লড়াই হবে এমনটা মনে করছেন অভিজ্ঞরা।
এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে নাদের বখত বলেন, এলাকাবাসী চাচ্ছেন আমি মেয়র পদে নির্বাচন করি। যেহেতু আপনারা আমাকে উৎসাহ দিচ্ছেন, প্রেরণা দিচ্ছেন তাই আমি মেয়র পদে নির্বাচন করবো। আমি আপনাদের কথা দিচ্ছি- নির্বাচনী ফলাফল যাই হোক, আমি সুনামগঞ্জবাসীর সুখে-দুঃখে সব সময় পাশে থাকবো।
সর্বশেষ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দ্বিতীয় স্থানে ছিলেন হাসন রাজার পৌপুত্র দেওয়ান গণিউল সালাদীন। সালাদীন এবারো নির্বাচন করবেন বলে জানা গেছে। কর্মী-সমর্থকদের নিয়ে ইতিমধ্যে তিনি নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন।
দেওয়ান সাজাউর রাজা সুমন বলেন, আমি গণমানুষের সঙ্গে থাকতে চাই। ছাত্রজীবন থেকেই সাধারণ মানুষের সঙ্গে বেড়ে উঠা। তাদের সঙ্গে আমার ওঠা-বসা। আমি ক্রীড়াসহ নানা সামাজিক কর্মকাণ্ডে অনেক দিন ধরে জড়িত। আমি পৌরসভার উন্নয়ন করতে চাই। তাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর