× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার , ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দীর্ঘ বিরতির পর

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার

আমিন খান ও পপি যে ক’টি চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে কিংবা সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন সে সবের বেশিরভাগই দর্শকপ্রিয়তা পেয়েছে। দীর্ঘ বিরতির পর এই জুটিকে আবারো দর্শক পর্দায় দেখতে পাবেন। কারণ তারা দু’জন জুটি হিসেবে নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। সাদেক সিদ্দিকীর নির্দেশনায় এ চলচ্চিত্রের নাম ‘সাহসী যোদ্ধা’। বিষয়টি নিশ্চিত করেছেন আমিন খান ও পপি দু’জনেই। আবারো পপির সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় প্রসঙ্গে আমিন খান বলেন, পপি আর আমি যে ক’টি চলচ্চিত্রে অভিনয় করেছি সে সবের বেশির ভাগই ব্যবসা সফল হয়েছিল। যেদিন ‘সাহসী যোদ্ধা’ চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলাম সেদিন হিসেব করে দেখলাম যে অনেক চলচ্চিত্রেই তার সঙ্গে অভিনয় করা হয়েছে। পপি এমনই একজন নায়িকা যে তার অভিনয় জীবনের শুরু থেকেই সবসময়ই তার চরিত্রানুযায়ী ভালো অভিনয় করার চেষ্টা করে।
প্রচণ্ড পরিশ্রমী একজন নায়িকা পপি। ভালো অভিনয় করেই বলে এখন পর্যন্ত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। সবচেয়ে বড় কথা হলো চলচ্চিত্রে তার পথচলা বিশ বছরেরও বেশি হলেও এখনো সে তার শারীরিক ফিটনেসের ব্যাপারে দারুণ সচেতন। এখনো দেখতে পপি সেই আগের মতোই। তার এই সচেতনতাই তাকে এখনো আলোচনায় রেখেছে, কাজের মধ্যে রেখেছে। পপি বলেন, আমিন ভাই আমার দেশি ভাই, আমার দেশি হিরো। আপাদমস্তক একজন ভদ্র মানুষ, ভালো মনের মানুষ। সহশিল্পী হিসেবে যখন তিনি থাকেন তখন ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ
তিনি সবসময়ই একটু বেশি আন্তরিক এবং সহযোগিতা পরায়ণ। আমি খুউব আশাবাদী ‘সাহসী যোদ্ধা’ চলচ্চিত্রটি নিয়ে। এদিকে আগামীকাল এ চলচ্চিত্রের শুভ মহরতের আয়োজন করা হয়েছে। কাল থেকে বিএফডিসিতে শুটিং হবে দু’দিন। এরপর আগামী মার্চ মাসজুড়ে চলচ্চিত্রটির শুটিং হয়ে শেষ হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর