× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

তিন কবির গান নিয়ে অণিমার নতুন একক

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার

রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায় এবার তিন কবি অতুল প্রসাদ, রজনী কান্ত এবং ডি এল রায়ের গানের সমন্বয়ে তার নতুন একক অ্যালবাম ‘বিবর্তন’ নিয়ে আসছেন তার ভক্ত-শ্রোতাদের জন্য। প্রত্যেক কবির তিনটি করে গান নিয়ে নতুন অ্যালবামে মোট ৯টি গান থাকছে বলে জানান অণিমা। অ্যালবামের কাভার ডিজাইন করছেন সব্যসাচী। এরইমধ্যে গানের রেকর্ডিংয়ের কাজ শেষ। শিগগিরই ইমপ্রেস অভিও ভিশনের ব্যানারে বাজারে অ্যালবামটি আসবে বলে জানান অণিমা। এদিকে এরইমধ্যে প্রথমবারের মতো কলকাতার চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন এ শিল্পী। মুরারী রক্ষিতের নির্মাণ চলতি ‘রি-ইউনিয়ন’ চলচ্চিত্রে রবীন্দ্রসংগীতই গেয়েছেন তিনি। অণিমা জানান, তার গাওয়া গান দিয়েই শেষ হবে ‘রি-ইউনিয়ন’ চলচ্চিত্রটি।
গল্পের শেষ প্রান্তে তার গান বেজে উঠবে। আর এই গান শেষ হবার মধ্যদিয়েই জীবনের মোড় পরিবর্তনের কঠিন সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য, জনপ্রিয় একজন সংগীতশিল্পীর পাশাপাশি অণিমা রায় বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান পদে কর্মরত। এই বিভাগের সহকারী অধ্যাপক তিনি। তার একক অ্যালবামগুলো হচ্ছে ‘কোথা যাও’, ‘আমি চিত্রাঙ্গদা’,‘ ইচ্ছামতি’,‘রবির আলো’, ‘তোমারও বিরহে’ এবং ‘প্রাণের মাঝে আয়’।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর