× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

কিশোরগঞ্জে পুরস্কার বিতরণ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার

 কিশোরগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে বিশেষ অবদান রাখায় সদর উপজেলার ৪০ জন মাঠকর্মীকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল প্রধান অতিথি এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবু তাহা মো. এনামুর রহমান বিশেষ অতিথি হিসেবে মাঠকর্মীদের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান (বিসিএস-এফপি)। সদ্য পালিত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে জেলায় প্রথম স্থান অর্জন করে কিশোরগঞ্জ সদর উপজেলা। এই অর্জনে ভূমিকা রাখায় ৮টি ক্যাটাগরিতে মোট ৪০জন মাঠকর্মীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। এছাড়া অনুষ্ঠানে কর্মীদের মাঝে ৪৮টি স্যাটেলাইট ক্লিনিক বোর্ড বিতরণ করা হয়। অন্যদিকে পরিবার পরিকল্পনা কার্যক্রমে অনবদ্য অবদান রাখায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল এবং বিশেষ অতিথি পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবু তাহা মো. এনামুর রহমানকে ‘বিশেষ সম্মাননা স্মারক’ দেয়া হয়।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর