× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

জুড়ী ইউএনও’র ব্যতিক্রমী আয়োজন

বাংলারজমিন

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার

 জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক একুশের এক ব্যতিক্রমী কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন। বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এতে মহান একুশের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক। আর প্রশ্ন-উত্তরে উপস্থিত সকলেই অংশগ্রহণ করেন। পরে সঠিক উত্তর দাতাদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক। এদিকে মিলনায়তনে উপস্থিত সুধীজনরা ব্যতিক্রমী এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক বলেন, একুশ সম্পর্কে নতুন প্রজন্মকে ধারণা দেয়ার উদ্দেশ্যেই আমার এই আয়োজন। আমরা শুধু দিবস পালন করলেই হবে না। দিবসটির চেতনা সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।
আর মানুষ এই চেতনা ধারণ করে নিজেদের আত্ম সম্মানবোধ ও গৌরব নিয়ে এগিয়ে যাবে। তাহলেই দিবস পালনের সার্থকতা আসবে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ বলেন, মুক্তিযোদ্ধা-স্বাধীনতা-দেশ-মাটি সম্পর্কে আমাদের বর্তমান প্রজন্ম অনেকটাই উদাসীন। আর এই সময়ে এমন আয়োজন অনেক গুরুত্ব বহন করে। জুড়ী টাইমস এর সম্পাদক-প্রকাশক সাইফুল ইসলাম সুমন বলেন, প্রতি বছর একুশ এলে আমরা শুধু দিবসটি ঘটা করে পালন করি কিন্তু এর চেতনা ছড়ানোর চিন্তা করি না। একুশের সঙ্গে বাঙালির স্বকীয়তা স্বাতন্ত্র্য যে জড়িয়ে রয়েছে তা এ প্রজন্মের কাছে তুলে ধরতে এমন ব্যতিক্রমী উদ্যোগের বিকল্প নাই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর