× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রশ্ন ফাঁস রোধে এখনই কোনো বড় পরিবর্তন নয়: শিক্ষামন্ত্রী

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার

 প্রশ্ন ফাঁস রোধে সহসাই কোনো বড় পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে আয়োজিত নবম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘বিতর্ক বিকাশ’র চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে প্রশ্ন ফাঁস রোধে নতুন প্রশ্ন পদ্ধতির ব্যাপারে অতি অল্প সময়ে আমরা বড় কোনো পরিবর্তনে যাবো না। কিছু ব্যবস্থা নেবো যা আগে কখনও নেয়া হয়নি। তবে এবার যে ব্যবস্থাগুলো নেবো তা হয়তো অনেক বেশি কার্যকর হবে যদি আমরা সকলের সহযোগিতা পাই। এবং পরের পরীক্ষাগুলোতে যে আমরা বড় পরিবর্তন আনবো তাতে কোনো সন্দেহ নেই। ডিবেট ফর ডেমক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে বিজয়ী হয় বরিশালের রাশেদ খান মেনন স্কুল অ্যান্ড কলেজ এবং শ্রেষ্ঠ বক্তা হয় রানার আপ দল সুনামগঞ্জের ইসহাকপুর পাবলিক হাইস্কুল এর শরিফা জাহান। অনুষ্ঠানে নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, নতুন প্রজন্মকে আধুনিক উন্নত বাংলাদেশের নির্মাতা হিসাবে গড়ে তুলতে প্রয়োজন বর্তমান যুগের সঙ্গে সংগতিপূর্ণ বিশ্বমানের শিক্ষা, জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা।
তিনি বলেন, বর্তমান সরকারের শিক্ষা ব্যবস্থার মূলনীতি হলো নতুন প্রজন্মকে সততা ও ন্যায়পরায়ণতার মাধ্যমে যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, ব্র্যাকের নির্বাহী পরিচালক ডা. মুহাম্মদ মুসাসহ আরো অনেকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর