× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মাগুরায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা

বাংলারজমিন

মাগুরা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার

মাগুরা সদর উপজেলার রাউতাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে গরু চোর সন্দেহে কবির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করছে এলাকাবাসী। নিহত কবির পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার আড়ুয়াকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে কবির হোসেন রাউতাড়ার লুৎফর রহমানের গোয়াল ঘরে ঢোকে। তার উপস্থিতি টের পেয়ে লুৎফর রহমান চোর চোর বলে চিৎকার দেয়। এ সময় এলাকাবাসী সেখানে এসে কবির হোসেনকে পিটুনি দিলে সে মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে  শুক্রবার সকালে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। ঘটনার তদন্ত চলছে। এদিকে লুৎফর রহমানসহ এলাকার অনেকে জানান, বিগত এক মাসে রাউতাড়া ও আশেপাশের এলাকায় সংঘবদ্ধ গরু চোর চক্রের উপদ্রব বেড়েছে। চলতি ফেব্রুয়ারী মাসে সদর উপজেলার পশ্চিম রামনগর গ্রামের কুদ্দুস মাস্টারের ৫টি, সাইত্রিশ গ্রামের আতর আলীর ৬ টিসহ  অন্তত ২০টি গরু চুরি হয়েছে।
যা নিয়ে এলাকায় গরুচোর আতঙ্ক চলছিল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর