× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

চরাঞ্চলে তরমুজ চাষ

বাংলারজমিন

তোফাজ্জেল হোসেন, বাউফল (পটুয়াখালী) থেকে
২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার

বাউফলের চর রায়সাহেব, মমিনপুর, চরওয়াডেল ও কচ্ছবিয়াসহ বিভিন্ন চরাঞ্চলে চাষিদের মাঝে তরমুজ চাষের আগ্রহ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও নায্য মূল্য না পাওয়ায় ধান চাষে ক্রমাগত লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। অপরদিকে অল্প খরচে বেশি ফলনে তরমুজ চাষে অধিক লাভবান হওয়ায় যাচ্ছে। তাই কৃষকদের মাঝে এ আগ্রহ প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে। গতকাল সোমবার সরেজমিনে পরিদর্শনকালে চরকচ্ছপিয়ার তরমুজ চাষি বাকলা তাঁতেরকাঠি গ্রামের ফিরোজ চৌধুরী জানান, ধানচাষে এখন আর লাভের নিশ্চয়তা নেই। জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন কৃষিতে বিপদ-আপদ বাড়ছে তাই তিনি এ বছর চর কচ্ছবিয়ায় মোট ১৫ একর জমিতে তরমুজ চাষ করেছেন। এখন তরমুজ চাষের ভর মৌসুম। গাছ বাইতে শুরু করেছে।
এ সময় রিং করে তরমুজের মাদায় সার-ওষুধ দেওয়া ও পরিচর্যা করার সময়। রোগবালাই, অতিজোয়ার কিংবা শীলা-বৃষ্টির মতো বৈরি আবহাওয়া না হলে তরমুজের বাম্পার ফলনের আশা করছেন তিনি। তিনি আরও জানান, চর ওয়াডেলে পাশের জেলা ভোলা থেকে এসেও কয়েক চাষি তরমুজ চাষ করছেন। এর কারণ জানতে চাইলে ওই জেলার চরকলমির চাষি বাবুল খা জানান, ভিন্ন কথা। তিনি বলেন, অতিজোয়ার আর লবন পানির হানার কারণে ও একই জমিতে বারবার কীটনাশক আর সার-ওষুধ ব্যবহারে ওই এলাকার জমিতে আগের মতো এখন আর তরমুজের ভালো ফলন মেলে না। তাই তিনি  তার ১০-১২ বছরের অভিজ্ঞতা খাটিয়ে এ বছর চর ওয়াডেলে প্রায় ১০ একর জমিতে তরমুজের চাষ করেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বাউফলের বিভিন্ন চরে এ বছর ১২৫ হেক্টরে তরমুজ চাষ হয়েছে। বোরো আবাদ বৃদ্ধি আর অতিজোয়ারের কারণে ক্ষেত শুকাতে বিলম্ব হওয়ায় লক্ষ্যমাত্রা কমেছে। তবে মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে এই লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়েছে তরমুজের আবাদ। উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা আরাফাতসানি বলেন, তরমুজ চাষিদের খোঁজ-খবর নেওয়া হচ্ছে। চাষিদের কোনো রকমের সমস্যার কথা শুনলেই অফিসের লোকজন মাঠে ছুটে গিয়ে পরামর্শ দিয়ে থাকেন। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করি চাষিরা এবার তরমুজের বাম্পার ফলন পাবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর