× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ইউয়েফা ইউরোপা লীগ ড্র /বড় পরীক্ষা মিলান-আর্সেনালের

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার

ইউয়েফা ইউরোপা লীগের শেষ-ষোলো রাউন্ডে মুখোমুখি হচ্ছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল ও সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এসি মিলান। আগামী ৮ই মার্চ প্রথম লেগে ইতালির মাটিতে মিলানের মোকবিলা করবে আর্সেনাল। পরের সপ্তাহে লন্ডনে আর্সেনালের এমিরেটস মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে দু’দল। সর্বশেষ রাউন্ডে বুলগেরিয়ার ক্লাব লুদোগোরেতস রাজগ্রাদের বিপক্ষে দুই লেগেই জয়ী হয় এসি মিলান (১-০ ও ৩-০)। আর দুই লেগে ৪-০ ব্যবধানে জয় নিয়ে শেষ রাউন্ডে পৌঁছে ইতালিয়ান জায়ান্ট দলটি। প্রথম লেগে সুইডিশ দল ওস্তারসুন্দসের বিপক্ষে  ৩-০ গোলে জয় দেখেছিল আর্সেনাল। তবে বৃহস্পতিবার ফিরতি লেগে নিজ মাঠে সুইডেনের পুঁচকে দলটির কাছে ২-১ গোলে হার দেখে ইংলিশ গানাররা। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ওস্তারসুন্দস ক্লাব গত সাত বছরে চার দফা প্রমোশন নিয়ে চতুর্থ বিভাগ থেকে সুইডিশ প্রিমিয়ার লীগে উন্নীত হয়।
ইউরোপিয়ান ক্লাব আসরের নকআউট পর্বে আর্সেনালের সাম্প্রতিক চিত্রটা অনুজ্জ্বল। শেষ সাত ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে আর্সেনাল বিদায় নেয় শেষ ষোলো-রাউন্ড থেকে। আর গানারদের এমন হতাশার স্মৃতি রয়েছে এসি মিলানের বিপক্ষেও। ২০১২’র চ্যাম্পিয়ন্স লীগ শেষ-ষোলো রাউন্ডের প্রথম লেগে প্রতিপক্ষ মাঠে এসি মিলানের কাছে ৪-০ গোলে হার দেখে আর্সেনাল। ফিরতি লেগে নিজ মাঠে ৩-০ গোলে জয় নিয়ে হতাশা বাড়ে তাদের। চলতি ইতালিয়ান সিরি আ’ ফুটবল লীগে শীর্ষ দল নাপোলি থেকে ২৫ পয়েন্টে পিছিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে আসরের দ্বিতীয় সর্বাধিক ১৮বারের চ্যাম্পিয়ন এসি মিলান। আর ইংলিশ প্রিমিয়ার লীগে শীর্ষ দল ম্যানচেস্টার সিটি থেকে ২৭ পয়েন্টে পিছিয়ে তালিকায় আর্সেনালের অবস্থান ষষ্ঠ।
শেষ-ষোলো’র লাইনআপ
এসি মিলান-আর্সেনাল
অ্যাটলেটিকো মাদ্রিদ-লোকোমোটিভ মস্কো
সিএসকেএ মস্কো-অলিম্পিক লিঁও
অলিম্পিক মার্সেই-অ্যাথলেটিক বিলবাও
স্পোর্টিং লিসবন-ভিক্টোরিয়া প্লজেন
বরুশিয়া ডর্টমুন্ড-আরবি সাল্‌জবুর্গ
আরবি লাইপজিগ-জেনিত সেন্ট পিটার্সবার্গ
ল্যাজিও-দিনামো কিয়েভ
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর