× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

স্পেনে দর্শকদের সংঘর্ষে পুলিশ নিহত

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার

ইউরোপা লীগের রাউন্ড অব ৩২’র ফিরতি লেগ শুরু হয়েছে বৃহস্পতিবার। এই লেগে মুখোমুখি হয় স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও ও রাশিয়ান ক্লাব স্পার্তাক মস্কো। এদিন বিলবাওয়ের মাঠ সান মামেসে ম্যাচটি শুরু হওয়ার আগেই দু’দলের সমর্থকদের মধ্যে মারামারি বেধে যায়। একপর্যায়ে একপক্ষ অন্যপক্ষকে আগুন ও পটকা নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পাঁচ শতাধিক পুলিশ নিয়োগ করা হয়। পরে পুলিশ ৮
জনকে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দু’পক্ষের সংঘর্ষের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এক পুলিশ সদস্য। বাইরে সংঘর্ষ হলেও স্টেডিয়ামের ভেতরে ম্যাচ চলতে কোনো সমস্যা হয়নি।
এ ম্যাচে স্পার্তাক মস্কো ২-১ গোলে হারায় অ্যাথলেটিক বিলবাওকে। প্রথম লেগে জয় থাকায় দু’লেগ মিলিয়ে ৪-২ গোলে শেষ ষোলোর টিকিট পায় বিলবাও। ঠিক একই দিনে ২০১৬’র ইউরোর আসরে ফ্রান্সের মার্সেইতে ইংল্যান্ড ও রাশিয়া ম্যাচের আগে এমন সংঘর্ষের ঘটনা ঘটে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর