× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

এশিয়ান গেমস হকি বাছাই পর্বের দল /রানা, পিন্টু, মিমো বাদ নতুন মুখ ইমন

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার

এশিয়ান গেমসের বাছাই পর্বকে সামনে রেখে ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। সর্বশেষ এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন কামরুজ্জামান রানা, ইমরান হাসান পিন্টু ও পুস্কর খিসা মিমো। দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন মোহামেডানের ফরোয়ার্ড দীন ইসলাম ইমন। দলে ফিরেছেন মোহাম্মদ ফজলে হোসেন রাব্বি ও সোহানুর রহমান সবুজ। সর্বশেষ এসএ গেমসের দলে ছিলেন এই দুই তরুণ। দলে নতুনদের অন্তর্ভুক্তি সম্পর্কে কোচ মাহবুব হারুন বলেন, প্রতিযোগিতাটা তুলনামূলক সহজ হওয়ার কারণেই পরীক্ষা-নিরীক্ষা করতেই সিনিয়রদের বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ দেয়া হয়েছে।  
৮-১৭ মার্চ ওমানে হবে এশিয়ান গেমসের বাছাইপর্ব। বাংলাদেশ ওমান যাবে ৫/৬ই মার্চ।
আসর শুরুর আগেই কাজাখস্তান কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। ঘোষিত দলে পূর্ণ আস্থা রেখে কোচ মাহবুব হারুন বলেন, এই কোয়ালিফাইং রাউন্ড থেকে ৫ দল চূড়ান্ত পর্বে যাবে, এরমধ্যে বাংলাদেশ অবশ্যই থাকবে। তাই তিনজন নতুন খেলোয়াড়কে সুযোগ দিয়ে দেখছি, তারা কেমন করে দেখতে চাই। এই টুর্নামেন্টে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ আছে বলেই সিনিয়রদের বিশ্রাম দেয়া। প্রতিপক্ষ নিয়ে কোচ বলেন, অতীতে দুইবার আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছি। এবারো আমরা যাবো চ্যাম্পিয়ন হওয়ার জন্যই। এখানে যেসব দল খেলছে তাদের সঙ্গে আমাদের ভালো খেলার কথা। শক্তির বিচারে আমাদেরই এগিয়ে থাকার কথা। খেলোয়াড়দের কাছ থেকে সেই পারফরম্যান্সটা আশা করবো টুর্নামেন্টে। মাহবুব হারুনের অধীনেই অক্টোবরে সর্বশেষ ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপে চীনকে হারিয়ে আট দলের মধ্যে ষষ্ঠ হয়েছিলো বাংলাদেশ।
এশিয়ান গেমসের জন্য  আগ থেকেই চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হওয়া দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া ও চীনের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া। এই ৭ দলের সঙ্গে ওমানে বাছাইপর্বের শীর্ষ ৫ দল নিয়ে মোট ১২ দল নিয়ে আগামী ১৮ই আগস্ট থেকে ২রা সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার পালেমবাং ও জাকার্তায় অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস হকির মূল পর্ব।

বাংলাদেশ দল
 অসীম, নিপ্পন, খোরশেদ, ফরহাদ শিতুল, রেজাউল বাবু, আশরাফুল, সোহানুর রহমান সবুজ, চয়ন, সারোয়ার, জিমি, রোমান, নিলয়, নাঈম, রাব্বি, মিলন, কৌশিক, আরশাদ এবং ইমন। স্ট্যান্ডবাই- বিপ্লব কুজুর, মনোজ বাবু, মাহবুব ও মহসিন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর