× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বুদ্ধগয়ায় বিস্ফোরণে যুক্ত আরেক জঙ্গি গ্রেপ্তার

ভারত

কলকাতা প্রতিনিধি
(৬ বছর আগে) ফেব্রুয়ারি ২৪, ২০১৮, শনিবার, ১১:৩৬ পূর্বাহ্ন

বিহারের বুদ্ধগযায় তিব্বতী ধর্মগুরু দলাই লামার সফরের সময় আইইডি বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গত বৃহষ্পতিবার রাতে আরেক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সর্বশেষ আটককৃত এই জঙ্গির নাম নুর আলম মোমিন(২৪)। নূরও মুর্শিদাবাদের ধুলিয়ানের বাসিন্দা। গতকাল শুক্রবার তাকে আদালতে তোলা হলে  বিচারক ১০ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশি জেরায় নুর জানিয়েছে, দালাই লামাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল হায়দরাবাদে এক গোপন বৈঠকে। জেরায় সে আরো জানিয়েছে, কোরান পড়ানোর জন্যই তাকে হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়েছিল।  তবে সেখানে গিয়ে তাকে জঙ্গি কার্যকলাপে লিপ্ত করা হয়। সেখানেই গোপন ডেরায় দালাই লামাকে হত্যা করতে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করা হয়েছিল। পুলিশ নুর আলমকে বুদ্ধগয়া বিস্ফোরণের অন্যতম চক্রান্তকারী বলে মনে করছে।
গত ১৯শে জানুয়ারি দলাই লামা বিহারের বুদ্ধগয়ায় থাকাকালীন সেখানকার কালচক্র ময়দানের বিপরীতে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তবে বিস্ফোরণের তীব্রতা কম থাকায় কেউ হতাহত হন নি। সেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কলকাতা পুলিশের এসটিএফ এ পর্যন্ত নূরসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। প্রথমে মুর্শিদাবাদের ধুলিয়ান ও দার্জিলিং এর ফাঁসিদেওয়া থেকে পয়গম্বর শেখ এবং জমিরুল শেখ নামে দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছিল এসটিএফ। আটককৃত দুই জঙ্গিকে জেরা করে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে গ্রেপ্তার করা হয়েছিল শিষ মহম্মদ নামে এক জঙ্গিকে। সেই জেরার সূত্র ধরেই নিউ ফারাক্কা স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় চতুর্থ জঙ্গি আহমেদ আলিকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর