× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রের দগ্ধ মরদেহ উদ্ধার

অনলাইন

ঠাকুরগাঁও প্রতিনিধি
(৬ বছর আগে) ফেব্রুয়ারি ২৪, ২০১৮, শনিবার, ১২:০৪ অপরাহ্ন

ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর কাওমী মাদ্রাসার ছাত্র আবু বক্করের (১৬ বছর) দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ওই মাদ্রাসার একটি বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে পরিবারের স্বজনদের অভিযোগ রহস্যজনক হত্যাকান্ড। ওই ছাত্র সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুর পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা জানায়, ফজরের নামাজের পর বাথরুমে বক্করের লাশ দেখা যায়। বাথরুমের ভিতরে দরজা লাগানো ছিল। পরে দরজা ভাঙ্গা হয় ।
আবু বক্করের স্বজন পজির উদ্দিন জানায়, আবু বক্কর সাড়ে তিন বছর আগে এই মাদ্রাসায় ভর্তি হয়। তার হাফেজী প্রায় শেষ পর্যায়ে। গতকাল শুক্রবার সকালে সে বাড়ি যায়।
দুইশ টাকা নিয়ে সন্ধ্যার আগেই মাদ্রাসায় আসে। তার মৃত্যু রহস্যজনক।
মাদ্রাসার সহকারী শিক্ষক খলিলুর রহমানের দাবি এটি আত্মহত্যা। মাদ্রাসায় বক্করের পড়তে অনীহা ছিল। পরিবারের পক্ষ থেকে এখানেই পড়ার চাপের কারনে সে আত্মহত্যা করতে পারে বলে জানিয়েছেন ওই শিক্ষক।
ঠাকুরগাঁও থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলছেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর