× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

গোল দিলেন শাকিব খান

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানকে এমন সাজে আগে কখনো দেখা যায়নি। এবার লাল জার্সি পরে ফুটবলারের বেশে মাঠে দেখা গেল এই তারকাকে। গত শুক্রবার রাজধানীর তুরাগ রিসোর্টে বাংলাদেশ ফিল্ম ক্লাবের বনভোজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে শাকিব খান অংশ নেন। সেখানে শাকিবের দল জিতেছে ৪-১ গোলে। নির্ধারিত সময়ে এই খেলা ১-১ গোলে ড্র ছিল। পরে টাইব্রেকারে ৪-১ গোলে জয়ী হয় বাংলাদেশ ফিল্ম ক্লাব একাদশ। শাকিব খান নিজে ১ গোল করেন। পুরস্কার হিসেবে দলটি পেয়েছে ‘ফিল্ম ক্লাব গোল্ডকাপ’।
এই বনভোজনে লাল ও হলুদ জার্সি পরে বাংলাদেশ ফিল্ম ক্লাবের সদস্যরা ফুটবল খেলার জন্য মাঠে নামেন। খেলার পাশাপাশি অধিনায়কের দায়িত্বও পালন করেন শাকিব। বনভোজনে শাকিব খানের হাতে দুই ভরি স্বর্ণের বিজয় ট্রফি তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শাকিব খান বলেন, আমি অনেক আনন্দিত। আমরা অনেকদিন পর সবাই মিলিত হয়ে একসঙ্গে আনন্দ করলাম এটাই বড় ব্যাপার।

আমি এই বিজয়ী ট্রফি ফিল্ম ক্লাবে স্
মৃতি হিসেবে রেখে দিতে চাই। পরে শাকিব ফিল্ম ক্লাবের সভাপতি আতিকুর রহমান লিটন ও সমিতির মেম্বার ইনচার্জ অব এডমিনিস্ট্রেশন পদে থাকা ইকবাল হোসেন জয়ের হাতে ট্রফিটি তুলে দেন। ফুটবল খেলা ছিল এই বনভোজনের মূল আর্কষণ। দুই দলের মধ্যে হলুদ জার্সি পরিহিত পরিচালক একাদশের হয়ে খেলেছেন চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, ইস্পাহানী আরিফ জাহান (যুগল নির্মাতা), মোহাম্মদ হোসেন জেমি, শাহ আলম ম-ল, আকাশ আচার্র্য, অপূর্ব রানা, পল্লী মালেকসহ আরও অনেকে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি একাদশের অধিনায়ক মুশফিকুর রহমান গুলজার। আর লাল জার্সি পরে শাকিবের দলের হয়ে খেলেছেন অমিত হাসান, আলেকজান্ডার বো, লিটন, ইকবাল, জাদু আজাদসহ অনেকে। অনুষ্ঠানে ওমর সানী ও অভিনেত্রী তানহা মৌমাছি একটি গানে পারফর্ম করেন। ফিল্ম ক্লাবের এই বনভোজনে বড় পর্দার মুখ নূতন, মৌসুমী, শাবনূর, মিশা সওদাগর, রুবেল, শবনম বুবলী, নিরব, ইমন, শিরিন শিলা, কণ্ঠশিল্পী আসিফ আকবরসহ ফিল্ম ক্লাবের সদস্য, পরিচালক, শিল্পী ও প্রযোজক-পরিবেশকরা উপস্থিত ছিলেন। এদিকে, জয়দ্বীপ মুখাজির পরিচালনায় ‘ভাইজান’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। এই ছবিতে শাকিবের নায়িকা কলকাতার শ্রাবন্তী ও পায়েল সরকার। ঈদকে টার্গেট করে নির্মিত হবে এ ছবিটি এবং এখানে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাকিবকে। আগামী ২৬শে ফেব্রুয়ারি ছবির কাজে অংশ নেয়ার জন্য কলকাতায় ছুটবেন শাকিব খান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর