× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

নাজিব রাজাকের খাদ্যাভ্যাস নিয়ে মালয়েশিয়ায় সমালোচনা

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৬ বছর আগে) ফেব্রুয়ারি ২৪, ২০১৮, শনিবার, ২:৫৩ পূর্বাহ্ন

একটি মন্তব্য করে কড়া সমালোচনার মুখে পড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে বলেছেন যে, তিনি ভাতের পরিবর্তে কুইনোয়া খাওয়া শুরু করেছেন। তার এ বক্তব্যকে কেন্দ্র করে ওই সমালোচনা। উল্লেখ্য, কুইনোয়া হলো কাউনজাতীয় এক রকম শস্য। যা দিয়ে বিভিন্ন রকম খাদ্য প্রস্তুত করা হয়। তবে এই শস্যটি চালের চেয়ে বেশি দামি। এর আদি উৎস হলো দক্ষিণ আফ্রিকা। এ বছরটি হলো মালয়েশিয়ায় নির্বাচনের।
এমনিতেই দুর্নীতির বড় একটি মেঘ ছেয়ে ফেলেছে প্রধানমন্ত্রী নাজিবকে। তার ওপর দেশে পণ্য ও সেবাখাতে ২০১৫ সালে আয়কর বসানোর ফলে জীবনমানের ব্যয় বেড়েছে। এ জন্য তার ওপর ক্ষিপ্ত অনেক মানুষ। আগামী আগস্টে সেখানে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে তৃতীয়বারের জন্য নির্বাচন করচেন নাজিব। তিনি অবশ্য তার বিরুদ্ধে ‘ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ’ (১এমডিবি) দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। নাজিব রাজাককে একটি ভিডিওতে দেখা যায় এক প্রশ্নের উত্তরে বলছেন, আমি ভাত খাই না। আমি খাই কুইনোয়া। এ জিনিসটি আমাকে খেতে শিখিয়েছে আমার ছেলে। তিনি আরো বলেন, কুইনোয়াতে আছে কম কার্বোহাইডেট ও চিনি। এটা ভাতের চেয়ে ভাল। উল্লেখ্য, মালয়েশিয়াতে একটি জনপ্রিয় খাবার হলো ভাত। এক্ষেত্রে ২০১৫ সাল থেকে সরকার ভর্তুকি দিয়ে যাচ্ছে। ওদিকে কুইনোয়া নিয়ে নাজিব রাজাকের ওই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুতবেগে ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী পদে বিরোধী দলের প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রচলিত খাবার ভাতের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। তিনি টুইটারে বলেছেন, আমি শুধু ভাত খাই। বিরোধী দলীয় আরেক নেতা লিম কিত সিয়াং বলেছেন, আমি তো কখনো কুইনোয়ার নামই শুনি নি। তিনি এক বিবৃতিতে বলেছেন, আগামী ১৪তম জাতীয় নির্বাচন হবে কুইনোয়া বনাম ভাতের মধ্যে। স্বচ্ছ একটি সরকার বনাম দুর্নীতিবাজ একটি সরকারের মধ্যে। সেই নির্বাচন হবে নাজিব বনাম মালয়েশিয়ার জনগণের মধ্যে। তবে নাজিব রাজাকের অফিস এর জবাব দিয়েছে। তারা বলেছে, কোনো কোনো মহল প্রধানমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা দেয়ার চেষ্টা করছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর