× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ছোট পর্দায় আজ

বিনোদন


২৫ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার

এটিএন বাংলায় ‘সোনাভান’
১৯৯০ সালে বগুড়া থিয়েটার মঞ্চে আনে নাটক ‘সোনাভানের পালা’। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন তৌফিক হাসান ময়না। সাড়া জাগানো সেই গল্পটিকেই ধারাবাহিকে রূপান্তর করে নাম রাখা হয়েছে ‘সোনাভান’।
বগুড়ার আঞ্চলিক ভাষায় নির্মিত এ নাটকটি এবার দেখা যাবে এটিএন বাংলার পর্দায়। ধারাবাহিকটি আজ থেকে প্রতি রবি ও সোমবার, রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে। থিয়েটারকর্মী ও সংগঠক তৌফিক হাসান ময়নার মূল গল্প ভাবনায় নাটকটির কাহিনী বিন্যাস ও সংলাপ তৈরি করেছেন কাজী সুস্মিন আফসানা, পরিচালনা এসএম শাহীন ও শহীদ মিঠু। এতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, আফরোজা বানু, মীর সাব্বির, ফারহানা মিলি, শারমিন জোহা শশী, অবিদ  রেহান, সাঈদ বাবু, আহসানুল হক মিনু, কল্লোল চৌধুরী, মাহমুদা মেহেরুন্নবী মাহিন, বিধানকৃষ্ণ রায়,
সিজুল ইসলাম, সবুজ চন্দ্র, মাহবুব সোবহানি, ফারুক  হোসেন, আবু সাঈদ সিদ্দিকি, মির্জা আহসানুল হক দুলাল, মুনসুর রহমান তানসেন, শাজাহান আলী বাদশা, রফিকুল ইসলাম, হাসনুজ্জামান, রবিউল ইসলাম, সরণ, সামিউল, সহ বগুড়ার বিভিন্ন থিয়েটারের নাট্যকর্মীরা।
চ্যানেল আইতে ‘যে রাঁধে সে চুলও বাঁধে’
লাইফ স্টাইল বিষয়ক প্রথম ভিন্ন ধারার অনুষ্ঠান ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। অনুষ্ঠানে একজন সেলিব্রিটি এক সঙ্গে তার রূপচর্চার যাবতীয় বিষয়ে জানান এবং কেকা ফেরদৌসীর রান্নাঘরে রান্না করেন নিজের প্রিয় খাবার।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রূপচর্চা বিষয়ে ইউএসএ থেকে এইচ ডি মেক আপ-এর ওপর প্রশিক্ষণ নেয়া সোনালী ফেরদৌসী মজুমদার। পরিচালনা করেন বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী। চ্যানেল আইতে এটি প্রচার হয় রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
এনটিভিতে ‘যখন কখনো’
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘যখন কখনো’। নাটকটি প্রতি শনি ও রোববার প্রচার হচ্ছে। সোহান খানের রচনায় এটি পরিচালনা করেছেন রহমতুল্লাহ তুহিন। অভিনয় করেছেন ফেরদৌসী রহমান, আবুল হায়াত, দিলারা জামান, আফরোজা বানু, জাকিয়া বারী মম, প্রভা, মৌসুমী হামিদ, প্রসূন আজাদ, নিসা, সামিয়া, ইন্তেখাব দিনার, রওনক হাসান, আজাদ আবুল কালাম, মারজুক রাসেল, মনোজ কুমার প্রমুখ।
মাছরাঙা টেলিভিশনে ‘দিরিলিস’
প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে অটোম্যান সাম্রাজ্য প্রতিষ্ঠার কাহিনী নিয়ে নির্মিত ঐতিহাসিক ড্রামা সিরিয়াল ‘দিরিলিস’। বিশ্বব্যাপী জনপ্রিয় এই সিরিয়াল ইতিমধ্যে বাংলাদেশের দর্শকদের কাছে ব্যাপক সাড়া পেয়েছে। ২১শে জানুয়ারি থেকে শুরু হয়েছে সিরিয়ালটির দ্বিতীয় অধ্যায় ‘সিজন ২’। এই অধ্যায়ে দেখা যাচ্ছে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর শাসক চেঙ্গিস খানের বাহিনীর সঙ্গে অটোম্যান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আরতুগ্রুল বাহিনীর লোমহর্ষক যুদ্ধ। চীন, রাশিয়া, ভারতবর্ষ জয়ের পর দুর্ধর্ষ চেঙ্গিস খান তুরস্ক আক্রমণ করে। চেঙ্গিস খানের বিশাল সৈন্যবাহিনীর মুখোমুখি হন আরতুগ্রুল। ভয়ানক রক্তক্ষয়ী সংঘর্ষের এক পর্যায়ে চেঙ্গিস খান বাহিনীর হাতে বন্দি হন আরতুগ্রুল। শুরু হয় নির্মম নির্যাতন। অনেক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যায় ‘দিরিলিস সিজন ২’-এর কাহিনী।
মাছরাঙা টেলিভিশনে ‘ঘরে বাইরে’
প্রতি রবি ও সোমবার সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘ঘরে বাইরে’। মাতিয়া বানু শুকুর চিত্রনাট্য ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, মম, নাঈম, মৌসুমী হামিদ, শহীদুজ্জামান সেলিম, মাজনুন মিজান, রাইসুল ইসলাম আসাদ, শর্মিলী আহমেদ, সাবেরী আলমসহ আরো অনেকে। একটি পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
দীপ্ত টিভিতে ‘পালকী’
দীপ্ত টিভিতে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ছয় দিন সন্ধ্যা ৬টায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘পালকী’। এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প নিয়ে এ মেগাসিরিয়াল। এতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, রানী আহাদ, ইমতু রাতিশ, ঝুনা চৌধুরী, নূনা আফরোজ, মোহাম্মদ বারী, সুজাতা, গীতশ্রী, শিরিন আলম ও আরো অনেকে। নাটকটি পরিচলনা করেছেন মোস্তফা মনন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর