× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘ইউটিউব ভিউ নয়, ভালো গানের প্রতি মনোযোগী হওয়া দরকার’

বিনোদন

ফয়সাল রাব্বিকীন
২৫ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার

সংগীতাঙ্গনে ইউটিউবে গানের ভিউ গণনার একটি অসুস্থ প্রতিযোগিতা চলছে। এটা পুরো সংগীত ইন্ডাস্ট্রির জন্য কোনো ভালো ঘটনা নয়। কারণ এর মাধ্যমে অনেকেই কনফিউজ হচ্ছে। এমন অনেক গান আছে যার ইউটিউব ভিউ অনেক কম কিন্তু বেশ শ্রোতাপ্রিয়। আবার এমন গানও রয়েছে যার ভিডিওর ইউটিউব ভিউ কোটি ছাড়িয়েছে, কিন্তু শ্রোতাপ্রিয় নয়। সুতরাং, ভিউর পেছনে দৌড়ে লাভ নেই। আমার অনেক গান অনেক ভিউ হয়েছে। কিন্তু তা আমাকে তৃপ্ত করেনি।
বরং, শ্রোতারা গান পছন্দ করলেই আমি তৃপ্ত। আমি মনে করি ইউটিউব ভিউ নয়, ভালো গানের প্রতি মনোযোগী হওয়া দরকার। মানবজমিনের সঙ্গে কথাগুলো বলছিলেন শীর্ষ সংগীত তারকা আসিফ আকবর। সেই শুরু থেকে এখন পর্যন্ত নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। মধ্যে বেশ কয়েক বছরের বিরতি নিয়েছিলেন গান থেকে। গানে ফিরেই সফলতা পেয়েছেন। গত তিন বছরে আসিফের অনেক গান ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। গত বছর থেকে অডিওর পাশাপাশি ভিডিওতেও চমক দেখিয়েছেন তিনি। বিভিন্ন লুকে হাজির হয়েছেন আসিফ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আসিফের গান ম্যাজিকের মতো ছড়িয়ে পড়ছে শ্রোতাদের কাছে। চলতি বছরও গান প্রকাশের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন এ শিল্পী। বেশ কিছু গানের অডিও-ভিডিও প্রকাশ হয়েছে তার। তার গাওয়া ‘ফুঁ’ গানটি চলতি বছরের অন্যতম জনপ্রিয় গানে পরিণত হয়েছে। এর বাইরেও তার প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্ট থেকেও নিয়মিত গান প্রকাশ চলছে। কিন্তু এখন সিডি মাধ্যম বিলুপ্তপ্রায়। ইউটিউব গান শোনার সব থেকে জনপ্রিয় মাধ্যমে পরিণত হয়েছে। তবে গত বছর থেকেই প্রবলহারে চলছে ইউটিউবে ভিউ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার কারণে অস্থির অবস্থা বিরাজ করছে সংগীতাঙ্গনে। তবে ইউটিউব ভিউকে গানের জনপ্রিয়তার মূল মাধ্যম হিসেবে মানতে নারাজ আসিফ আকবর। তিনি বলেন, ইউটিউব ভিউ গণনায় আমি একদমই বিশ্বাসী না। তাই এটি নিয়ে আমি মাথাও ঘামাই না। গান শ্রোতাপ্রিয় হলে সেটা সব জায়গায় বাজতে শোনা যাবে। আমি যখন শো করতে যাবো তখন তার অনুরোধ আসবে। এখনতো অনেক গানের ভিউ কোটি হচ্ছে কিন্তু সেটি কজন মানুষ শুনেছেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। অনেকেই হয়তো ইউটিউবে গান খানিক শুনেই সেটি বন্ধ করছেন। কিন্তু সেটাও কিন্তু কাউন্ট হচ্ছে ভিউ হিসেবে। কিন্তু গান পুরোপুরি না শুনলে এই ভিউয়ের কোনো মানে নেই। সুতরাং আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। ভিউ নয়, প্রতিযোগিতা হওয়া উচিত ভালো গানের। মানসম্পন্ন কথা-সুরের। এখন ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। এরকম কোটি ভিউয়ের গান খুব সাধারণ হয়ে যাচ্ছে। সুতরাং ভিউ নয়, গানকে মূল্যায়ন করতে হবে শ্রোতাপ্রিয়তার ভিত্তিতে। সেটা করলেই আমাদের পুরো সংগীতাঙ্গনের জন্য ভালো। এদিকে আসিফ আকবর বর্তমানে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন গানে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো নতুন গানে কন্ঠ দিচ্ছেন তিনি। নিজের আর্ব এন্টারটেইনমেন্ট এবং অন্য কোম্পানি থেকে এরই মধ্যে বছরের প্রথম দুই মাসে ডজন খানেক গান প্রকাশ হয়েছে তার। সামনেও এই ধারা অব্যহত থাকবে বলে জানিয়েছেন আসিফ আকবর।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর