× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটে সম্মিলিত নাগরিক পরিষদের আত্মপ্রকাশ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৫ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার

‘সন্ত্রাস দুর্নীতি নিপাত যাক, উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাক’ স্লোগান সামনে রেখে আত্মপ্রকাশ করলো বৃহত্তর সিলেটের সামাজিক সংগঠন সম্মিলিত নাগরিক পরিষদ, সিলেট (সনাপ)। জিন্দাবাজারস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাদুশিল্পী মো. বেলাল উদ্দিন। সনাপ’র সাধারণ সম্পাদক ফাইয়াজ হোসেন ফরহাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট যুব সংগঠক মনোরঞ্জন তালুকদার, আবুল হোসেন বেলাল, জেলা বারের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট রাশিদা সাঈদা খানম, এস.এম. শওকত আমিন তৌহিদ, মোস্তাফিজুর রহমান পপু, লায়ন মিছবাহ উদ্দিন, অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান, আমিন আহমদ, কামরুজ্জামান, জাভেদ আহমদ, ছালেহ আহমদ, শাকিল আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, সিলেটের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে সামাজিক সংগঠনগুলোর বিশেষ অবদান রয়েছে। সামাজিক সংগঠনগুলো মিলে সিলেট শহরকে পরিচ্ছন্ন ও মডেল শহর হিসেবে গড়ে তোলতে পারে। বক্তারা সিলেটের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে সনাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর