× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ম্যানাফোর্ট ও গ্যাটসের বিরুদ্ধে মুয়েলারের নতুন অভিযোগ

দেশ বিদেশ

মানবজমিন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার

ট্রাম্প শিবিরের অন্যতম দুই শীর্ষ কর্মকর্তা রিক গ্যাটস ও পল ম্যানাফোর্টের বিরুদ্ধে অভিযোগ এনেছেন স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলার। তাদের বিরুদ্ধে অর্থপাচার, তদন্তকারীদের সঙ্গে মিথ্যা বলা ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ট্রাম্প শিবিরের সাবেক উপ-ব্যবস্থাপক গ্যাটসের বিরুদ্ধে আগেই ব্যাংক জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছিল। নতুন করে তার বিরুদ্ধে তদন্তকারীদের সঙ্গে মিথ্যা বলা ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তিনি অভিযোগ স্বীকার করে নিয়েছেন। অন্যদিকে, ম্যানাফোর্টের বিরুদ্ধে আনা হয়েছে অর্থপাচারের অভিযোগ। ইউক্রেনের সাবেক রাশিয়াপন্থি সরকারকে সমর্থন করার জন্য ইউরোপীয় রাজনীতিবিদদের অর্থ পরিশোধের অভিযোগ আনা হয়েছে ম্যানাফোর্টের বিরুদ্ধে। অভিযোগপত্র অনুসারে, ট্রাম্প শিবিরের সাবেক এই ব্যবস্থাপক অজ্ঞাত এক ইউরোপীয় চ্যান্সেলরসহ বিভিন্ন রাজনীতিবিদকে ২৫ লাখ ডলারের বেশি পরিমাণ অর্থ পরিশোধ করেছেন।
মুয়েলার ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে তদন্ত করছেন। এখন পর্যন্ত ম্যানাফোর্ট বা গ্যাটসের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যে, তারা গত প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলার জন্য রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছিলেন। এ খবর দিয়েছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, গত বছরই ম্যানাফোর্টের বিরুদ্ধে মুদ্রাপাচার ও ব্যাংক জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল। নতুন করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র, অর্থপাচার, মিথ্যা বিবৃতি দেয়ার অভিযোগ আনা হয়েছে। তিনি ২০১২ ও ২০১৩ সালে সাবেক জ্যেষ্ঠ ইউরোপীয় রাজনীতিবিদদের অর্থ পরিশোধ করেছিলেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে। এ ছাড়া, তার বিরুদ্ধে ইউক্রেন সরকারের হয়ে কাজ করার সময় একটি অফশোর অ্যাকাউন্ট খুলে অর্থ জমানোর অভিযোগও আনা হয়েছে। ম্যানাফোর্ট সাবেক রাশিয়াপন্থি ইউক্রেনীয় সরকার ও এর তৎকালীন প্রেসিডেন্ট ভিক্টর জানুকোভিচের জন্য সমর্থন বৃদ্ধি করতে কাজ করছিলেন। তবে জানুকোভিচ ২০১৪ সালে বিদ্রোহের মুখে তার সরকার পতনের পর রাশিয়া পালিয়ে যাওয়ার পরেও ম্যানাফোর্ট তার কাজ অব্যাহত রাখেন। তবে, এ সময় তিনি নিজেকে বিদেশি কোনো সরকারের হয়ে কাজ করার এজেন্ট হিসেবে নিবন্ধন করেননি। আর এটা মার্কিন আইন-বহির্ভূত।
এদিকে, গ্যাটস তার বিরুদ্ধে নতুন করে আনীত অভিযোগগুলো স্বীকার করে নিয়েছেন। উল্লেখ্য, তার বিরুদ্ধেও ইউক্রেন থেকে আয় করা অর্থ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছ থেকে লুকানোর অভিযোগ রয়েছে। পাশাপাশি রাশিয়া তদন্তে তদন্তকারী দলকে সার্বিকভাবে সহযোগিতা করতে সম্মত হয়েছেন। এতে করে তার শাস্তি কমার সম্ভাবনা রয়েছে। ম্যানাফোর্ট তার বিরুদ্ধে আনীত অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে গ্যাটসের তদন্তকারীদের সঙ্গে মিলে কাজ করার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি নিজেকে ও গ্যাটসকে নির্দোষ দাবি করেছেন। ম্যানাফোর্ট বলেন, আমি আশা করেছিলাম ও আমার প্রত্যাশা ছিল যে, আমার ব্যবসা সহকর্মীর আমাদের নির্দোষিতা প্রমাণের জন্য যুদ্ধ করার শক্তি থাকবে। কিন্তু অজানা কারণে তিনি এমনটি করেননি। এতে আমার নিজেকে ভুয়া অভিযোগের বিরুদ্ধে প্রতিরক্ষার প্রতিশ্রুতি পাল্টায়নি।               
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর