× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কুড়িগ্রাম প্রেস ক্লাব নির্বাচন নীলু-বিপ্লব প্যানেল নির্বাচিত

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
২৫ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার

কুড়িগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে নীলু-বিপ্লব প্যানেল ছানালাল-মঞ্জু প্যানেলকে পরাজিত করে নির্বাচিত হয়েছে।  বৃহস্পতিবার প্রেস ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আহসান হাবীব নীলু (বিটিভি, দৈনিক যুগান্তর ও বিডিনিউজ টোয়েন্টিফোর) এবং সাধারণ সম্পাদক পদে আতাউর রহমান বিপ্লব (একুশে  টেলিভিশন ও রেডিও টুডে) নির্বাচিত হন। এ ছাড়াও সহ-সভাপতি পদে হারুন-উর-রশীদ (দিনকাল), রেজাউল করিম রেজা (নয়াদিগন্ত), যুগ্ম সম্পাদক পদে নাজমুল হোসেন (যমুনা টিভি), কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম (স্থানীয় দৈনিক জাগোবাহে সম্পাদক), দপ্তর সম্পাদক পদে এম রহমান রঞ্জু (দৈনিক ভোরের ডাক), ক্রীড়া সম্পাদক পদে  হুমায়ুন কবির সূর্য্য (দৈনিক সংবাদ, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও বায়ান্নর আলো), সমাজ কল্যাণ সম্পাদক পদে আব্দুল খালেক ফারুক (কালেরকণ্ঠ ও ইনডিপেন্ডেন্ট টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাহফুজার রহমান খন্দকার (ডেইলি ইনডিপেন্ডন্ট ও স্থানীয় দৈনিক সকালের কাগজ পত্রিকার সম্পাদক), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গোলাম মাসুদ (চ্যানেল২৪ টেলিভিশন), কার্যকরী সদস্য পদে মো. শাহাবুদ্দিন আহমেদ (বাংলাদেশ বেতার), শফিকুল ইসলাম বেবু (বাংলাভিশন ও দৈনিক ইনকিলাব), সফি খান (দৈনিক প্রথম আলো) এবং এবি সিদ্দিক (দৈনিক ভোরের কাগজ) নির্বাচিত হন।
উল্লেখ্য, প্রেস ক্লাবের ১৫টি পদের মধ্যে নীলু-বিপ্লব প্যানেল ১৪টি এবং ছানালাল-মঞ্জু প্যানেল ১টি সদস্য পদে বিজয়ী হয়।
কুড়িগ্রাম প্রেস ক্লাবের ২০১৮-২০১৯ সালের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাসিবুর রহমান হাসিব (এনটিভি), সদস্য হিসেবে মিজানুর রহমান মিন্টু (মানবজমিন) ও  শাহ আলম (বজ্রশক্তি)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর