× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

লাহোরের হারের দিনে উজ্জ্বল মোস্তাফিজ

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। শুক্রবার মুলতান সুলতানসের বিপক্ষে দলের ও পিএসএলে নিজের প্রথম ম্যাচে দারুণ বোলিং করেন এই বাঁহাতি পেসার। অবশ্য এ ম্যাচে মুলতান সুলতানসের কাছে ৪৩ রানে হার দেখে তার দল লাহোর কালান্দার্স। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুলতান সুলতানসের অধিনায়ক শোয়েব মালিক। মোস্তাফিজের সেরা বোলিং নৈপুণ্যে ৫ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে মুলতান। তিনি ২২ রানে নেন ৩ উইকেট। পরে পাকিস্তানি পেসার জুনায়েদ খানের হ্যাটট্রিকের সুবাদে ১৭.২ ওভারে ১৩৬ রানে অলআউট হয় লাহোর। এ নিয়ে টানা দ্বিতীয় জয় পেলো আসরে প্রথমবার খেলতে আসা মুলতান সুলতানস।

এদিন লাহোরের অন্যান্য বোলাররা ছিলো অত্যন্ত খরুচে। কেবল মোস্তাফিজ ছিলেন আলাদা। এদিন মুলতানের ইনিংসের পঞ্চম ওভারে মোস্তাফিজের হাতে বল তুলে দেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। পিএসএল-ক্যারিয়ারে প্রথম ওভারে ৬ রান দেন তিনি। ইনিংসের ১১তম ওভারে আবারো বোলিংয়ে আসেন মোস্তাফিজ। এ ওভারে ৪ রান দিয়ে দুর্দান্ত খেলতে থাকা ওপেনার আহমেদ শেহজাদকে ৩৮ রানে আউট করেন তিনি। পরে ১৭তম ওভারে সাঙ্গাকারার উইকেট তুলে নেন এ কাটার মাস্টার। এ ওভারে দেন ৯ রান। ১৯তম ওভারে মাত্র ৩ রান দেন মোস্তাফিজ।
মুলতানের হয়ে তিনটি করে উইকেট নেন জুনায়েদ খান ও স্পিনার ইমরান তাহির। ম্যাচসেরা হন ইমরান তাহির।
রিয়াদহীন কোয়েটার হার
আসরের প্রথম ম্যাচেই হারলো মাহমুদুল্লাহ রিয়াদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। শুক্রবার করাচি কিংসের বিপক্ষে ১৯ রানে হার দেখে তারা। অবশ্য মাহমুদুল্লাহকে খেলানো হয়নি এ ম্যাচে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে করাচি। সর্বোচ্চ ৪১ রান করেন কলিন ইনগ্রাম। পরে ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রানে থামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর